Ajker Patrika

লোহিতসাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুতিদের 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩৭
লোহিতসাগরে মার্কিন জাহাজে হামলার দাবি হুতিদের 

লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। 

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।

এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা। 

সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। 

উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত