Ajker Patrika

ট্যাক্সিচালক হিসেবে বাড়ি ভাড়া নেন আইএসের প্রধান 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৬
ট্যাক্সিচালক হিসেবে বাড়ি ভাড়া নেন আইএসের প্রধান 

ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।

বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।

মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।

সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।

আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।

আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।

বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’

বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন। 

মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।

এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত