Ajker Patrika

আতঙ্কে রাফাহ ছেড়েছে ৮ লাখ ফিলিস্তিনি

আতঙ্কে রাফাহ ছেড়েছে ৮ লাখ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ৬ মে নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে জীবন বাঁচাতে আতঙ্কে অঞ্চলটি ছেড়ে গেছেন প্রায় ৮ লাখ মানুষ। অর্থাৎ মাত্র দুই সপ্তাহে নিজেদের শেষ আশ্রয়স্থলটুকুও হারিয়েছেন তাঁরা। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউর প্রধান ফিলিপ লাজারিনি গত শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

গত আট মাসে গাজাবাসীর দফায় দফায় বাস্তুচ্যুতির সমালোচনা করে তিনি বলেন, গাজার বাসিন্দারা যুদ্ধ শুরুর পর থেকে বারবার বাস্তুচ্যুত হয়েছেন। অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের খোঁজে বারবার পালাতে বাধ্য হয়েছেন তাঁরা। তবে বাস্তবে সেই নিরাপদ আশ্রয়ের সন্ধান মেলেনি। 

ফিলিপ লাজারিনি বলেন, বাস্তুচ্যুত হয়ে যখন মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, তখন তারা অরক্ষিত হয়ে পড়ে। প্রতিবার তারা তাদের কিছু মৌলিক জিনিসপত্র ফেলে যেতে বাধ্য হয়। যেমন মাদুর, তাঁবু, রান্নার জিনিসপত্র। এসব তারা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারে না কিংবা নিয়ে যাওয়ার খরচ বহন করতে পারে না। এতে করে প্রতিবার তাদের আবার প্রথম থেকে শুরু করতে হয়। 

এদিকে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে গতকাল রোববার ভোরে বিমান হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল সাংবাদিকদের জানান, সিভিল ডিফেন্সের কর্মীরা ৩১ জনকে শহীদ অবস্থায় পেয়েছে। এ ছাড়া ২০ জন আহত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ধ্বংসস্তূপের নিচে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। 

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় নিজেদের আরও দুই সেনাকে হারানোর কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। গতকাল রোববার আইডিএফের তরফে এ তথ্য জানানো হয়। হামাসের সামরিক শাখা আল ক্বাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদসের পক্ষ থেকেও গতকাল রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলার কথা জানানো হয়েছে। আল ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, তারা রাফাহ ক্রসিংয়ে ‘শত্রুসেনাদের’ অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে। 

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার জন্য যুদ্ধ-পরবর্তী কোনো পরিকল্পনা গ্রহণ না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা উপস্থাপনের জন্য আগামী ৮ জুন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে ছয়টি ‘কৌশলগত লক্ষ্য’ অর্জনে একটি পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন গান্তজ। 

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে একটি বহুজাতিক জোট গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলেও মত দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত