Ajker Patrika

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

অনলাইন ডেস্ক
ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনা। ছবি: সংগৃহীত
ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার। এ লক্ষ্যে কাতার গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের প্রতি দেশটির সব পারমাণবিক স্থাপনাকে আইএইএ-এর নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় আনার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গভর্নরদের এক বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে অংশ নেন জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জসিম ইয়াকুব আল-হাম্মাদি। সভায় ‘দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা’ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আল-হাম্মাদি বলেন, ‘এ সংক্রান্ত কিছু প্রস্তাবে স্পষ্টভাবে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র হিসেবে এনপিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ এনপিটির সদস্য এবং তারা সংস্থার সঙ্গে কার্যকর নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে।’

এ ছাড়া, হাম্মাদি উল্লেখ করেন, ইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান, পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করা, গাজায় মানবিক সহায়তা পাঠানোর পথে বাধা সৃষ্টি করা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমে বাধা প্রদানের মতো আগ্রাসী নীতিগুলো অব্যাহত রেখেছে।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘হাম্মাদি আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং ১৯৯৫ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনের আওতায় গৃহীত সিদ্ধান্তগুলোর প্রতি তাদের দায়বদ্ধতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যেখানে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনা আইএইএ-এর নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।’

ইসরায়েল কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে, তাদের পারমাণবিক অস্ত্র আছে। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৪ সালের জুন মাসের এক মূল্যায়ন অনুসারে, দেশটির অস্ত্রভান্ডারে আনুমানিক ৯০টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত