আজকের পত্রিকা ডেস্ক
সকাল ৭টা ৪০ মিনিটের মধ্যে কর্মস্থলে পৌঁছাতে হয় মনোবিজ্ঞানী ক্লাউদিয়া রদরিগেস দে অলিভেইরা বারবোসাকে। তবে ৫৪ বছরের এই নারী ঘুম থেকে ওঠেন ভোর ৩টা ৪০ মিনিটে। কর্মস্থলের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য নয়, বরং ইউটিউবে ধর্মীয় প্রার্থনার লাইভস্ট্রিম দেখতে।
বারবোসা সেই লাখো ব্রাজিলিয়ানের একজন, যাঁরা প্রতিদিন ভোর ৪টায় ক্যাথলিক সন্ন্যাসী জিলসন দা সিলভা পুপো আজেভেদোর ধর্মোপদেশ শুনতে ইউটিউবে প্রবেশ করেন।
৩৮ বছর বয়সী এই ধর্মযাজক, যিনি ফ্রেই জিলসন নামে বেশি পরিচিত। সম্প্রতি প্রতিটি ভিডিওতে দিনে গড়ে ২০ লাখের বেশি ভিউ পাচ্ছেন।
বারবোসা বলেন, ‘অনেকে অদ্ভুত মনে করে, আমি এত ভোরে উঠে প্রার্থনা করি দেখে। কিন্তু তখন ঘরটা শান্ত থাকে। বাইরের পৃথিবী থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকা যায়।’
বিশ্বের বৃহত্তম ক্যাথলিক জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রার্থনা লাইভস্ট্রিম দেখার জন্য ভোরে ঘুম থেকে ওঠার এই অভ্যাস দিনকে দিন বাড়ছে।
ফ্রেই জিলসন হলেন ব্রাজিলের ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে পরিচিত, যাঁরা লাইভস্ট্রিমার হিসেবে আবির্ভূত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা ইঙ্গিত দেয়, ক্যাথলিক রীতিনীতিকে বাঁচিয়ে রাখতে ধর্মীয় প্রভাবশালীদের আধুনিকীকরণের একটি পরীক্ষামূলক ক্ষেত্র হতে যাচ্ছে ব্রাজিল।
দেশটির ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনিরোর নৃতত্ত্বের অধ্যাপক এবং ধর্মীয় পণ্ডিত রদরিগো তোনিওল বলেন, ‘ক্যাথলিক চার্চ ডিজিটাল ধর্মপ্রচারকদের মাধ্যমে নিজেকে নবায়ন করার চেষ্টা করছে এবং আমি বলব, ক্যাথলিক বিশ্বে নতুন ধারণা রপ্তানির ক্ষেত্রে ব্রাজিল এ মুহূর্তে এগিয়ে।’
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন এসেছে চার্চের উদ্বেগের সময়ে। চলতি বছরে প্রকাশিত আদমশুমারির তথ্যে দেখা গেছে, তিন দশক আগে যেখানে ব্রাজিলের ৮২ দশমিক ৯ শতাংশ মানুষ ক্যাথলিক ছিলেন, এখন সেই সংখ্যা কমে অর্ধেকের সামান্য বেশি।
তবু তাঁরা এখনো মোট ২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার ৫৬ দশমিক ৭ শতাংশ আর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় গোষ্ঠী ইভানজেলিকদের অংশ ২৬ দশমিক ৯ শতাংশ।
দ্য গার্ডিয়ানের সাক্ষাৎকারের অনুরোধে সাড়া দেননি ফ্রেই জিলসন।
তবে সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, ২০২০ সালে ব্যক্তিগত তপস্যা হিসেবে তিনি এই ভোরের প্রার্থনা শুরু করেন।
ফ্রেই জিলসন বলেন, ‘মিষ্টি আর কোমল পানীয় ত্যাগ করা তখন আর বড় ত্যাগ মনে হচ্ছিল না। তাই ভাবলাম, আমার ঘুমটাই ঈশ্বরকে উৎসর্গ করি।’
সকাল ৭টা ৪০ মিনিটের মধ্যে কর্মস্থলে পৌঁছাতে হয় মনোবিজ্ঞানী ক্লাউদিয়া রদরিগেস দে অলিভেইরা বারবোসাকে। তবে ৫৪ বছরের এই নারী ঘুম থেকে ওঠেন ভোর ৩টা ৪০ মিনিটে। কর্মস্থলের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য নয়, বরং ইউটিউবে ধর্মীয় প্রার্থনার লাইভস্ট্রিম দেখতে।
বারবোসা সেই লাখো ব্রাজিলিয়ানের একজন, যাঁরা প্রতিদিন ভোর ৪টায় ক্যাথলিক সন্ন্যাসী জিলসন দা সিলভা পুপো আজেভেদোর ধর্মোপদেশ শুনতে ইউটিউবে প্রবেশ করেন।
৩৮ বছর বয়সী এই ধর্মযাজক, যিনি ফ্রেই জিলসন নামে বেশি পরিচিত। সম্প্রতি প্রতিটি ভিডিওতে দিনে গড়ে ২০ লাখের বেশি ভিউ পাচ্ছেন।
বারবোসা বলেন, ‘অনেকে অদ্ভুত মনে করে, আমি এত ভোরে উঠে প্রার্থনা করি দেখে। কিন্তু তখন ঘরটা শান্ত থাকে। বাইরের পৃথিবী থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকা যায়।’
বিশ্বের বৃহত্তম ক্যাথলিক জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রার্থনা লাইভস্ট্রিম দেখার জন্য ভোরে ঘুম থেকে ওঠার এই অভ্যাস দিনকে দিন বাড়ছে।
ফ্রেই জিলসন হলেন ব্রাজিলের ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে পরিচিত, যাঁরা লাইভস্ট্রিমার হিসেবে আবির্ভূত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা ইঙ্গিত দেয়, ক্যাথলিক রীতিনীতিকে বাঁচিয়ে রাখতে ধর্মীয় প্রভাবশালীদের আধুনিকীকরণের একটি পরীক্ষামূলক ক্ষেত্র হতে যাচ্ছে ব্রাজিল।
দেশটির ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনিরোর নৃতত্ত্বের অধ্যাপক এবং ধর্মীয় পণ্ডিত রদরিগো তোনিওল বলেন, ‘ক্যাথলিক চার্চ ডিজিটাল ধর্মপ্রচারকদের মাধ্যমে নিজেকে নবায়ন করার চেষ্টা করছে এবং আমি বলব, ক্যাথলিক বিশ্বে নতুন ধারণা রপ্তানির ক্ষেত্রে ব্রাজিল এ মুহূর্তে এগিয়ে।’
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন এসেছে চার্চের উদ্বেগের সময়ে। চলতি বছরে প্রকাশিত আদমশুমারির তথ্যে দেখা গেছে, তিন দশক আগে যেখানে ব্রাজিলের ৮২ দশমিক ৯ শতাংশ মানুষ ক্যাথলিক ছিলেন, এখন সেই সংখ্যা কমে অর্ধেকের সামান্য বেশি।
তবু তাঁরা এখনো মোট ২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার ৫৬ দশমিক ৭ শতাংশ আর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় গোষ্ঠী ইভানজেলিকদের অংশ ২৬ দশমিক ৯ শতাংশ।
দ্য গার্ডিয়ানের সাক্ষাৎকারের অনুরোধে সাড়া দেননি ফ্রেই জিলসন।
তবে সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, ২০২০ সালে ব্যক্তিগত তপস্যা হিসেবে তিনি এই ভোরের প্রার্থনা শুরু করেন।
ফ্রেই জিলসন বলেন, ‘মিষ্টি আর কোমল পানীয় ত্যাগ করা তখন আর বড় ত্যাগ মনে হচ্ছিল না। তাই ভাবলাম, আমার ঘুমটাই ঈশ্বরকে উৎসর্গ করি।’
বিষণ্নতার সঙ্গে নিজের লড়াইকে নিয়ে লেখা আত্মকথামূলক গ্রন্থ ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট টটবক্কি’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি। শুক্রবার (১৭ মাত্র ৩৫ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।
১ ঘণ্টা আগেআসামের তিনসুকিয়া জেলায় সেনাক্যাম্পে সন্দেহভাজন সশস্ত্র বন্দুকধারীর হামলায় তিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের লক্ষ্যে যৌথভাবে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন। ফ্রান্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্যারিস ও লন্ডন আগামী কয়েক দিনের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি চূড়ান্ত করার কাজ করছে। এই প্রস্তাবের লক্ষ্য হবে—গাজায় ভবিষ্যতে একটি আন
৩ ঘণ্টা আগেগ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান ও ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের জন্য রুশ তেল দাম স্থিতিশীল রাখে এবং রিফাইনারির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতের বেশির ভাগ রিফাইনারি ভারী ধরনের অপরিশোধিত তেলের জন্য তৈরি, যেমন—রাশিয়ার ইউরালস ব্লেন্ড।
৪ ঘণ্টা আগে