Ajker Patrika

এবার কলম্বিয়ায় মডেল খুন, ডেলিভারিম্যান সেজে এসেছিলেন আততায়ী

অনলাইন ডেস্ক
কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনান। ছবি: সিএনএন
কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনান। ছবি: সিএনএন

দক্ষিণ আমেরিকায় নারীর প্রতি সহিংসতার ভয়াবহ বাস্তবতা আবারও সামনে এসেছে ২২ বছর বয়সী কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। গত ১৫ মে কোকুটা শহরে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয় তাঁকে। কলম্বিয়ার ন্যাশনাল জেন্ডার কমিশনের প্রধান ম্যাগডা ভিক্টোরিয়া একোস্তা জানিয়েছেন, এক ব্যক্তি ডেলিভারিম্যান সেজে দরজায় এসে মারিয়াকে গুলি করে হত্যা করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া অতীতে একটি গৃহ নির্যাতন মামলার শিকার ছিলেন এবং এর জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন বলে জানান একোস্তা। তিনি বলেন, ‘মারিয়া ছিলেন স্বপ্নময় এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তাঁর জীবনও হিংস্রভাবে থেমে গেল।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিশন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

সোমবার সিএনএন জানিয়েছে, মারিয়াকে হত্যার ঘটনার তদন্ত চলছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মারিয়ার ফেসবুক পেজে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সফরের ছবি এবং তাঁর ব্যক্তিগত জীবন উঠে এসেছে।

এই হত্যাকাণ্ডটিকে ম্যাক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। গত ১৩ মে টিকটকে লাইভ করা অবস্থায় একটি পারলারে গুলি করে হত্যা করা হয়েছিল ভ্যালেরিয়াকে। মেক্সিকো কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ‘নারীহত্যা’ (ফেমিসাইড) হিসেবে তদন্ত করছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে কলম্বিয়ায় ৪১ জন নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে কেবল কোকুটা শহরেই ছিলেন ৩৪ জন। এদের মধ্যে অনেকেই ছিলেন আবার নাবালিকা। পূর্বাঞ্চলীয় এই এলাকায় সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত