Ajker Patrika

মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৩: ৪৪
মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক

মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। গতকাল মঙ্গলবার তিনি এমনটি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধায়ক আশিস দাস কলকাতার কালীঘাটে এসে আদি গঙ্গার পাড়ে বসে মাথা মুড়িয়ে বিজেপি ত্যাগ করেছেন। এ সময় তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়া আমার অপরাধ হয়েছিল। আমি তার প্রায়শ্চিত্ত করছি।  জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতা না ছাড়া পর্যন্ত মাথায় আর চুল রাখবেন না তিনি। 

বিজেপি বিধায়কের এই গল্পে অবশ্য চূড়ান্ত অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি শিবির। 

তবে তাদের নেতা সুব্রত চক্রবর্তী বলছেন, আশিস দাস আসলে এই সিদ্ধান্ত নিয়ে অপমান করলেন তাঁর ভোটারদের। যাঁদের দয়ায় তিনি নির্বাচিত হয়ে এসেছেন।

ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস দল ছাড়ার কথা ঘোষণা করলেও এখনই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিজেপি জানিয়েছে, আশিস দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ত্রিপুরাসহ আরও কিছু রাজ্যের বিজেপি নেতারা প্রায়শ্চিত্ত করতে চান। বিজেপি ত্যাগ করতে চান। আশিস দাস অনুভব করেছেন, মানুষ কী চাইছেন আর কী চাইছেন না। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। 

উল্লেখ্য, সম্প্রতি ভবানীপুরের উপনির্বাচনে জেতায় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন আশিস দাস। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক মানুষ ও সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চান এবং এই পদে তাঁর যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি একজন বাঙালি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত