Ajker Patrika

ভারতের উত্তরাখণ্ডে মিনিবাস উল্টে নদীতে, নিহত অন্তত ১৪

আপডেট : ১৫ জুন ২০২৪, ২১: ১২
ভারতের উত্তরাখণ্ডে মিনিবাস উল্টে নদীতে, নিহত অন্তত ১৪

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ওই গাড়িতে ২৩ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

আজ শনিবার রুদ্রপ্রয়াগ জেলার রাইতোলির কাছে ঋষিকেশ–বদ্রিনাথ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি সড়ক থেকে উল্টে অলকানন্দা নদীতে পড়ে যায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। 

সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লোকজনও এতে আহত হয়েছেন বলে জানা গেছে। 

ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

এক টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন, তিনি মৃতদের আত্মাকে তাঁর চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দেন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি বাবা কেদারের কাছে প্রার্থনা করি।’ 

আহত ব্যক্তিদের এখন ঋষিকেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত