Ajker Patrika

যৌন সম্পর্কের সময় রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, অনলাইনে প্রতিকার খুঁজছিলেন প্রেমিক

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৫: ৪৯
যৌন সম্পর্কের সময় রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, অনলাইনে প্রতিকার খুঁজছিলেন প্রেমিক

প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু হয়েছে। রক্তক্ষরণ শুরু হওয়ার পরও প্রেমিকাকে চিকিৎসকের কাছে না নিয়ে অনলাইনে প্রতিকার খুঁজছিলেন প্রেমিক। এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের নবসারি জেলার একটি হোটেল কামরায়। ২৩ বছর বয়সী নার্সিং পড়ুয়া ওই তরুণী হোটেলটিতে গিয়েছিলেন তাঁর প্রেমিকের সঙ্গে। সেখানেই এ ঘটনা ঘটে।

ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের একপর্যায়ে ওই তরুণীর গোপনাঙ্গের ভেতরের টিস্যু ছিঁড়ে যায়। ফলে রক্তক্ষরণ শুরু হয় এবং একপর্যায়ে তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায়। এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই তরুণ প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই যুগল গত ২৩ সেপ্টেম্বর নবসারি জেলার একটি হোটেলে গিয়েছিলেন। যৌন সম্পর্ক স্থাপনের সময় ওই তরুণীর গোপনাঙ্গে রক্তপাত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি দুজনকে আতঙ্কিত করে তোলে। কিন্তু তাঁর প্রেমিক অ্যাম্বুলেন্স ডাকার বা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে কীভাবে রক্তপাত বন্ধ করা যায় তা অনলাইনে অনুসন্ধান করেছিল।

ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই তরুণ রক্তপাত বন্ধ করার জন্য কাপড় ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু এটি কোনোভাবেই কাজ করেনি এবং কিছুক্ষণ পরে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। আতঙ্কিত হয়ে তাঁর প্রেমিক এক বন্ধুকে হোটেলে ডাকেন এবং তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়।

ওই তরুণ তাঁর প্রেমিকার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁরা আসার আগেই তাঁদের সন্তান মারা যান। পুলিশ ওই তরুণীর মরদেহে ময়নাতদন্তের জন্য সুরাট সিভিল হাসপাতালে পাঠিয়েছে এবং তরুণকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত