ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী মুম্বাইয়ের জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে তাঁকে গুলি করে আততায়ীরা। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, গতকাল রাতে কোলগেট মাঠের কাছে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বের হন বাবা সিদ্দিকি। গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। কেন তাঁকে নিশানা করে এভাবে গুলি চালানো হলো, তা নিয়ে আলোচনা চলছে।
কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন সিদ্দিকি।
বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়ক ছিলেন তিনি। তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রীও ছিলেন। তাঁর ছেলে জিশান বান্দ্রা পূর্বের বিধায়ক। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে সাবেক কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে আসনটিতে হেরে যান বাবা সিদ্দিকি।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী মুম্বাইয়ের জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে তাঁকে গুলি করে আততায়ীরা। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, গতকাল রাতে কোলগেট মাঠের কাছে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বের হন বাবা সিদ্দিকি। গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। কেন তাঁকে নিশানা করে এভাবে গুলি চালানো হলো, তা নিয়ে আলোচনা চলছে।
কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন সিদ্দিকি।
বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়ক ছিলেন তিনি। তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রীও ছিলেন। তাঁর ছেলে জিশান বান্দ্রা পূর্বের বিধায়ক। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে সাবেক কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে আসনটিতে হেরে যান বাবা সিদ্দিকি।
জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩৪ মিনিট আগেগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৩ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৪ ঘণ্টা আগে