কলকাতা প্রতিনিধি
ভারতের রাজনীতিতে আবারও সামনে এল সোনিয়া গান্ধীর নাগরিকত্ব বিতর্ক। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখন কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলার মূল অভিযোগ হলো, দেশের নাগরিক হওয়ার আগেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি আদালতে অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। অথচ এরও আগে ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছিল। যদিও ১৯৮২ সালে সে নাম বাদ দেওয়া হয়। কিন্তু ১৯৮৩ সালে নাগরিকত্ব পাওয়ার পর আবার তাঁর নাম যোগ করা হয়। আবেদনকারী প্রশ্ন তুলেছেন, নাগরিকত্ব না থাকা সত্ত্বেও কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছিল এবং কোন নথির ভিত্তিতে এ ঘটনা ঘটেছিল?
বিজেপি এ মামলাকে হাতিয়ার করে কংগ্রেসের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, এ ঘটনা প্রমাণ করে, কংগ্রেসের অভ্যন্তরীণ অনিয়ম ও গরমিল দীর্ঘদিনের। কংগ্রেস অবশ্য এর পাল্টা জবাব দিয়েছে, এটিকে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করেছে। তাদের মতে, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংকট ও কৃষি সমস্যা থেকে সাধারণ মানুষের মনোযোগ সরাতে বিজেপি পুরোনো ইস্যুকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও বহুবার রাজনীতির ময়দানে বিতর্ক হয়েছে, কিন্তু বাস্তবে তা কখনোই কংগ্রেস নেতৃত্বের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। তবে নির্বাচনের ঠিক আগে এ মামলা সামনে আসায় বিজেপি কংগ্রেসকে নতুন করে চাপে ফেলতে চাচ্ছে। ভারতের বৃহত্তম বিরোধী দলের একজন নেত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার এ কৌশল রাজনৈতিক সংস্কৃতির একটি দিককে আরও স্পষ্ট করছে, যেখানে ব্যক্তির জন্ম, নথি ও জীবনই রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে।
ভারতের রাজনীতিতে আবারও সামনে এল সোনিয়া গান্ধীর নাগরিকত্ব বিতর্ক। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখন কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলার মূল অভিযোগ হলো, দেশের নাগরিক হওয়ার আগেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি আদালতে অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। অথচ এরও আগে ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছিল। যদিও ১৯৮২ সালে সে নাম বাদ দেওয়া হয়। কিন্তু ১৯৮৩ সালে নাগরিকত্ব পাওয়ার পর আবার তাঁর নাম যোগ করা হয়। আবেদনকারী প্রশ্ন তুলেছেন, নাগরিকত্ব না থাকা সত্ত্বেও কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছিল এবং কোন নথির ভিত্তিতে এ ঘটনা ঘটেছিল?
বিজেপি এ মামলাকে হাতিয়ার করে কংগ্রেসের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, এ ঘটনা প্রমাণ করে, কংগ্রেসের অভ্যন্তরীণ অনিয়ম ও গরমিল দীর্ঘদিনের। কংগ্রেস অবশ্য এর পাল্টা জবাব দিয়েছে, এটিকে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করেছে। তাদের মতে, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংকট ও কৃষি সমস্যা থেকে সাধারণ মানুষের মনোযোগ সরাতে বিজেপি পুরোনো ইস্যুকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও বহুবার রাজনীতির ময়দানে বিতর্ক হয়েছে, কিন্তু বাস্তবে তা কখনোই কংগ্রেস নেতৃত্বের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। তবে নির্বাচনের ঠিক আগে এ মামলা সামনে আসায় বিজেপি কংগ্রেসকে নতুন করে চাপে ফেলতে চাচ্ছে। ভারতের বৃহত্তম বিরোধী দলের একজন নেত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার এ কৌশল রাজনৈতিক সংস্কৃতির একটি দিককে আরও স্পষ্ট করছে, যেখানে ব্যক্তির জন্ম, নথি ও জীবনই রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে।
নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার এক বছর পর নানা ধরনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং ক্লাসে বিভ্রান্তি কমানো। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
২ মিনিট আগেইউরোপ ভ্রমণে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন অন্যান্য দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আসছে এই শরতে। এ ক্ষেত্রে কার্যকর হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বহু প্রতীক্ষিত ডিজিটাল বর্ডার সিস্টেম এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইউএস)।
৩৫ মিনিট আগে২০০৬ সালে লিউকোমিয়ায় মারা যাওয়া এক কিশোরকে প্রথম মিলেনিয়াল প্রজন্মের ‘সন্ত’ বা ‘সাধু’ বা ‘সেইন্ট’ হিসেবে ঘোষণা করেছে ক্যাথলিক চার্চ। রোববার (৭ সেপ্টেম্বর) ভ্যাটিকানে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রায় ৭০ হাজার তরুণ-তরুণীর উপস্থিতিতে পোপ লিও এই ঐতিহাসিক ঘোষণা দেন।
২ ঘণ্টা আগেবিলাসবহুল হোটেল ও মার্কেট নির্মাণের লক্ষ্যে এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে স্থানীয় বেদুইনদের বাড়ি-ঘর। অভিযোগ রয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা বা কোনো ধরনের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আরও গুরুতর অভিযোগ হলো—সমাধিস্থল থেকে স্বজনদের মরদেহও তুলে নিতে বাধ্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে