Ajker Patrika

বিজেপি মেতে আছে মোদিতে, বিরোধীদের অনৈক্য প্রকাশ্যে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১: ২৩
বিজেপি মেতে আছে মোদিতে, বিরোধীদের অনৈক্য প্রকাশ্যে

ভারতে বিজেপির ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইমেজ। তাই জাতিসংঘে ভাষণ দিয়ে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাঁকে বর্ণাঢ্য সম্বর্ধনা জানানো হয়। অন্যদিকে বিরোধী শিবিরে প্রকট নেতৃত্বের প্রশ্নে নিজেদের মধ্যে লড়াই।

২০২৪ সালে ভারতে সাধারণ নির্বাচন। তার আগে আগামী বছরের শুরুতে পাঁচ রাজ্যে বিধানসভার ভোট। নির্বাচনে বিজেপির মূল পুঁজি নরেন্দ্র মোদির ইমেজ। করোনায় কিছুটা কমায় মোদির ইমেজ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

ঘটা করে দেশজুড়ে মোদির জন্মদিন পালনের পর এদিন তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে মোদির জন্য ব্যাপক সম্বর্ধনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ঢাক-ঢোল পিটিয়ে মোদিকে বিশাল মালা পরিয়ে বরণ করা হয়। হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক হাজির হন বিমানবন্দরে। বিমানবন্দর চত্বর হয়ে ওঠে উৎসব মুখর। সকলেই জয়ধ্বনি দিতে থাকেন মোদির নামে।

বিজেপি সভাপতি বলেন, মোদিজি, আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে এসেছেন। সন্ত্রাসবাদ থেকে শুরু করোনা অতিমারি, সবকিছুতেই ভারতের অবস্থান দৃঢ়তার সঙ্গে তুলে ধরে দেশকে গৌরবান্বিত করেছেন তিনি।

অন্যদিকে, নেতৃত্বের প্রশ্নেই বিরোধীরা এখনও বিজেপির সঙ্গে লড়াইয়ে পিছিয়ে রয়েছে। আগামীকাল সোমবার কৃষক মোর্চার ডাকে ভারত বনধ। সেই বনধকে সমর্থনের প্রশ্নেও বিরোধীরা একজোট হতে পারছেন না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল ভোটে জেতার পর বিরোধী জোটের উদ্যোগ শুরু করে। কিন্তু এখন সম্ভাব্য জোটের বড় শরিক কংগ্রেসের বিরুদ্ধেই সবচেয়ে সরব তৃণমূল। জবাব দিচ্ছে কংগ্রেসও।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কংগ্রেসকে ভেঙে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে তৃণমূল। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও সাবেক কংগ্রেস সাংসদ অভিজিত যোগ দিয়েছে তৃণমূলে।
 
ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে, সাবেক দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠাও সক্রিয় রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। তিনি অবশ্য কংগ্রেসের সদস্য পদ ছাড়া বা দলবদল নিয়ে কোনও কথা বলেননি। 

তবে সাবেক কংগ্রেস নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা, সাবেক কংগ্রেসি সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন শর্মিষ্ঠা। আর এর থেকেই শুরু হয়েছে সন্দেহ।

কারণ সুস্মিতা এখন কংগ্রেস ছেলে তৃণমূলে রয়েছেন। তাঁকে রাজ্যসভার সাংসদ করছে তৃণমূল। শুধু শর্মিষ্ঠা বা সুস্মিতা নয়, আসাম, ত্রিপুরা, গোয়া, মেঘালয় প্রভৃতি রাজ্যে কংগ্রেসের ঘর ভাঙছে তৃণমূল। 

তৃণমূল নেতারা প্রকাশ্যেই রাহুল গান্ধির বদলে মমতাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে চাইছেন। কংগ্রেসকে পচাডোবা বা অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করে তৃণমূলকে মহাসমুদ্র বলে জাহির করা হয়েছে দলীয় মুখপত্রে। 

লোকসভায় কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরীর মতে, তৃণমূলকেই ঠিক করতে হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে তাঁরা কাকে শত্রু হিসেবে  বেছে নেবেন। তৃণমূলের কাজকর্মে কংগ্রেসের ক্ষতি হলেও লাভ হচ্ছে বিজেপির।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়েই লড়াই চলছে মমতা ও রাহুলের সমর্থকদের মধ্যে। মোদির বিকল্প হিসেবে  তাই বিরোধীরা কাউকেই তুলে ধরতে পারছেন না। 

এরই মধ্যে আজ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্মদিন। প্রধানমন্ত্রী মোদি থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে দেশের অন্যান্যরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত