ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।
আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।
ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।
সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’
ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।
আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।
ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।
সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৪ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৮ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে