কলকাতা প্রতিনিধি
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৩ ঘণ্টা আগে