ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়
ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়
গত মাসে যুদ্ধ চলাকালীন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্রিপটো সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল-সমর্থিত হ্যাকারেরা। এই হামলায় আইআরজিসি-এর প্রায় ৯ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা গায়েব হয়ে গেছে—বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৯৩ কোটি টাকারও বেশি।
১৫ মিনিট আগেজর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
২ ঘণ্টা আগেবৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, ‘ওর নির্যাতনে মাঝেমধ্যেই ঘুম ভেঙে যেত। চোখ খুলে দেখতাম ও আমার শরীরের ওপর। মাঝে মাঝে দাঁতে দাঁত চেপে সয়ে যেতাম। মাঝে মাঝে পারতাম না। ডুকরে কেঁদে উঠতাম। বেশির ভাগ সময়ই তাতেও ও থামত না। তবে মাঝে মাঝে থামত। কিন্তু তারপর ওর মেজাজ খুব খারাপ থাকত।
২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন জনপ্রিয় মার্কিন তারকা এলেন ডিজেনেরাস। বহুদিন ধরেই এ কথা শোনা গেলেও এবার নিজেই এর সত্যতা নিশ্চিত করলেন এই তারকা।
৩ ঘণ্টা আগে