ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়
ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়
রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
২০ মিনিট আগেভারতের পার্লামেন্ট ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লির বিডি মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র নামের এই অ্যাপার্টমেন্টটি সংসদ সদস্যদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনগুলোর মধ্যে অন্যতম।
১ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৫ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির তহবিল প্রায় ৪০০ কোটি ডলার বেড়ে ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গবেষণা তহবিল কমানোর চাপের মধ্যেও বিপুল পরিমাণ বিনিয়োগ রিটার্ন এই
১ ঘণ্টা আগেসুইসাইড নোটে তিনি লেখেন, ‘২০১৬ সাল থেকে পানি সরবরাহ কর্মী হিসেবে কাজ করছি। পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা (পিডিও) ও গ্রাম পঞ্চায়েত সভাপতি—দুজনকেই আমার ২৭ মাসের বকেয়া বেতন পরিশোধের অনুরোধ জানিয়েছি। কিন্তু তাঁরা কোনো গুরুত্ব দেননি। এমনকি জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছেও গিয়েছিলাম।
৪ ঘণ্টা আগে