অনলাইন ডেস্ক
ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়
ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দিল্লি পুলিশ ও ইসরায়েল দূতাবাসের কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ৫ টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।’
তবে বার্তা সংস্থা রয়টার্স গাই নীরকেই উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ যখনই ঘটুক, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। সেই তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ইংরেজি ভাষায় লিখিত একটি চিঠিও উদ্ধার করেছে।
চিঠিতে কী লেখা আছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে জানিয়েছে, চিঠির ভাষা অত্যন্ত ‘অপমানজনক’, যা মূলত ইসরায়েলি রাষ্ট্রদূত তথা ইসরায়েলকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই কাজ কোনো সংগঠনের হবে। তবে পুলিশ কোনো সংগঠনের নাম উল্লেখ করেনি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি রাসায়নিক বিস্ফোরণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণের ঘটনার ঘণ্টা চারেক পর ইসরায়েলি দূতাবাস এলাকা আবারও খুলে দেওয়া হয়
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ মিনিট আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগে