Ajker Patrika

প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন 

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ৫৪
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন 

প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেন ইলেকট্রিশিয়ান। এ ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করেছে গ্রামবাসী। সেই সঙ্গে প্রেমিকার সঙ্গে তাঁর বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিহারের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে ওই গ্রাম পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন ওই ইলেকট্রিশিয়ান। 

ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন ওই ইলেকট্রিশিয়ান। এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তাঁর প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। 

এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে গতকাল বৃহস্পতিবার গণেশপুর গ্রামের বাসিন্দা মারার রাম মুরমু বলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ওই ইলেকট্রিশিয়ানের সঙ্গে তাঁর প্রেমিকার বিয়ে হয়। 

স্থানীয় থানার ওসি ভিকাশ কুমার আজাদ বলেন, `আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত