কলকাতা প্রতিনিধি
জিজ্ঞাসাবাদ এড়াতে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা হাসপাতালে ভর্তির জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরু পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারবার ডেকে পাঠাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
কয়েক দিন আগেই তিনি কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর ভর্তির প্রয়োজন নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। এ ছাড়া, বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অনুব্রত তাঁকে ডেকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে অনুরোধ জানিয়েছিলেন। তবে, তিনি রাজি হননি।
সর্বশেষ, স্থানীয় সময় আজ বুধবার রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জরুরি ভিত্তিতে তাঁর অর্শ ও ফিশ্চুলার অপারেশন করানোর অনুরোধ জানান বলে জানা গিয়েছে। কিন্তু কেউই তাঁকে হাসপাতালে ভর্তি করতে রাজি হচ্ছেন না। গোয়েন্দা সংস্থা সিবিআইও ঘনঘন তলব করছে তাঁকে। এই পরিস্থিতিতে গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। হাসপাতালে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টই তাঁর একমাত্র ভরসা। তবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবেন তার জন্য অপেক্ষাই করতে হবে তাঁকে।
এদিকে, তৃণমূল দলের মহাসচিব ও সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বিষয়ে যেমন নীরবতা পালন করেছে তেমনি অনুব্রতর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করছে। এখন পর্যন্ত অনুব্রতর পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেয়নি তৃণমূল।
অপরদিকে, সিবিআইয়ের দশম তলব উপেক্ষা করে আপাতত বোলপুরে নিজ বাড়িতেই স্বঘোষিত বেড রেস্টে তৃণমূলের এই দাপুটে নেতা।
জিজ্ঞাসাবাদ এড়াতে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা হাসপাতালে ভর্তির জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরু পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারবার ডেকে পাঠাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
কয়েক দিন আগেই তিনি কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর ভর্তির প্রয়োজন নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। এ ছাড়া, বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অনুব্রত তাঁকে ডেকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে অনুরোধ জানিয়েছিলেন। তবে, তিনি রাজি হননি।
সর্বশেষ, স্থানীয় সময় আজ বুধবার রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জরুরি ভিত্তিতে তাঁর অর্শ ও ফিশ্চুলার অপারেশন করানোর অনুরোধ জানান বলে জানা গিয়েছে। কিন্তু কেউই তাঁকে হাসপাতালে ভর্তি করতে রাজি হচ্ছেন না। গোয়েন্দা সংস্থা সিবিআইও ঘনঘন তলব করছে তাঁকে। এই পরিস্থিতিতে গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। হাসপাতালে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টই তাঁর একমাত্র ভরসা। তবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবেন তার জন্য অপেক্ষাই করতে হবে তাঁকে।
এদিকে, তৃণমূল দলের মহাসচিব ও সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বিষয়ে যেমন নীরবতা পালন করেছে তেমনি অনুব্রতর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করছে। এখন পর্যন্ত অনুব্রতর পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেয়নি তৃণমূল।
অপরদিকে, সিবিআইয়ের দশম তলব উপেক্ষা করে আপাতত বোলপুরে নিজ বাড়িতেই স্বঘোষিত বেড রেস্টে তৃণমূলের এই দাপুটে নেতা।
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
২৬ মিনিট আগেপ্রবাদ আছে—‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৪ ঘণ্টা আগে