Ajker Patrika

জিজ্ঞাসাবাদ এড়াতে হাসপাতাল আর আদালতই ভরসা অনুব্রতর 

কলকাতা প্রতিনিধি
জিজ্ঞাসাবাদ এড়াতে হাসপাতাল আর আদালতই ভরসা অনুব্রতর 

জিজ্ঞাসাবাদ এড়াতে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা হাসপাতালে ভর্তির জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরু পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বারবার ডেকে পাঠাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই ডাকে সাড়া দেওয়ার পরিবর্তে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। 

কয়েক দিন আগেই তিনি কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁর ভর্তির প্রয়োজন নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। এ ছাড়া, বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অনুব্রত তাঁকে ডেকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে অনুরোধ জানিয়েছিলেন। তবে, তিনি রাজি হননি। 

সর্বশেষ, স্থানীয় সময় আজ বুধবার রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জরুরি ভিত্তিতে তাঁর অর্শ ও ফিশ্চুলার অপারেশন করানোর অনুরোধ জানান বলে জানা গিয়েছে। কিন্তু কেউই তাঁকে হাসপাতালে ভর্তি করতে রাজি হচ্ছেন না। গোয়েন্দা সংস্থা সিবিআইও ঘনঘন তলব করছে তাঁকে। এই পরিস্থিতিতে গ্রেপ্তার এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রত। হাসপাতালে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টই তাঁর একমাত্র ভরসা। তবে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবেন তার জন্য অপেক্ষাই করতে হবে তাঁকে। 

এদিকে, তৃণমূল দলের মহাসচিব ও সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের বিষয়ে যেমন নীরবতা পালন করেছে তেমনি অনুব্রতর ক্ষেত্রেও একই পথ অনুসরণ করছে। এখন পর্যন্ত অনুব্রতর পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেয়নি তৃণমূল। 

অপরদিকে, সিবিআইয়ের দশম তলব উপেক্ষা করে আপাতত বোলপুরে নিজ বাড়িতেই স্বঘোষিত বেড রেস্টে তৃণমূলের এই দাপুটে নেতা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত