অনলাইন ডেস্ক
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কের প্রেক্ষাপটে সম্প্রতি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মঙ্গেশকর পরিবার কোনো বিতর্ক চায় না। ‘শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপন করতে হবে এমন দাবি আমাদের পরিবার থেকে কখনোই করা হয়নি। দয়া করে লতাজিকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’ বলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের শিবাজি পার্কের যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ দাহ করা হয়েছিল সেখানে একটি স্মৃতি-ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লিখেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রাম কদম। তাঁর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।
এরপর থেকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-কংগ্রেস জোট এবং বিরোধী বিজেপির মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
রাম কদমের এই দাবিটি শিবসেনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কারণ শিবাজি পার্কের সঙ্গে দলটির এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। দলটির প্রয়াত শীর্ষ নেতা বাল ঠাকরে এই পার্কে প্রতিবছর ‘দশেরার সমাবেশ’ আয়োজন করতেন। শিবসেনার সভাপতি ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সেই রীতি অনুসরণ করেছেন।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা সন্দীপ দেশপান্ডে এক টুইটে লিখেছেন, ‘শিবাজি পার্ককে দখলের হাত থেকে রক্ষা করতে দাদরের বাসিন্দারা দীর্ঘ সময় লড়াই করেছে। আমি সবাইকে অনুরোধ করছি, ক্ষুদ্র দলীয় রাজনীতির স্বার্থে শিবাজি পার্ককে বলি দেবেন না।’
এদিকে বঞ্চিত বহুজন আঘাদির (ভিবিএ) প্রধান প্রকাশ আম্বেদকর বলেছেন, ‘আমরা সবাই শিবাজি পার্কে আমাদের শৈশব কাটিয়েছি। এই মাঠ অনেক বিখ্যাত ক্রিকেটার তৈরি করেছে। শিবাজি পার্কের মাঠ ভারতের ক্রিকেটের দোলনা। এটি সংরক্ষণ করা আমাদের কর্তব্য।’
তিনি অন্য কোথাও লতা মঙ্গেশকরের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, ‘স্মৃতিসৌধ যদি তৈরি করতেই হয়, তবে লতা মঙ্গেশকরের মর্যাদার সঙ্গে মানানসই স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।’
মহারাষ্ট্র সরকার অবশ্য লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য মুম্বাইয়ের কালিনায় ২ দশমিক ৫ একরজুড়ে একটি আন্তর্জাতিক মানের সংগীত একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয়ে একাডেমিটি নির্মিত হবে।
মহারাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর।
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কের প্রেক্ষাপটে সম্প্রতি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মঙ্গেশকর পরিবার কোনো বিতর্ক চায় না। ‘শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপন করতে হবে এমন দাবি আমাদের পরিবার থেকে কখনোই করা হয়নি। দয়া করে লতাজিকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’ বলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের শিবাজি পার্কের যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ দাহ করা হয়েছিল সেখানে একটি স্মৃতি-ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লিখেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রাম কদম। তাঁর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।
এরপর থেকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-কংগ্রেস জোট এবং বিরোধী বিজেপির মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
রাম কদমের এই দাবিটি শিবসেনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কারণ শিবাজি পার্কের সঙ্গে দলটির এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। দলটির প্রয়াত শীর্ষ নেতা বাল ঠাকরে এই পার্কে প্রতিবছর ‘দশেরার সমাবেশ’ আয়োজন করতেন। শিবসেনার সভাপতি ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সেই রীতি অনুসরণ করেছেন।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা সন্দীপ দেশপান্ডে এক টুইটে লিখেছেন, ‘শিবাজি পার্ককে দখলের হাত থেকে রক্ষা করতে দাদরের বাসিন্দারা দীর্ঘ সময় লড়াই করেছে। আমি সবাইকে অনুরোধ করছি, ক্ষুদ্র দলীয় রাজনীতির স্বার্থে শিবাজি পার্ককে বলি দেবেন না।’
এদিকে বঞ্চিত বহুজন আঘাদির (ভিবিএ) প্রধান প্রকাশ আম্বেদকর বলেছেন, ‘আমরা সবাই শিবাজি পার্কে আমাদের শৈশব কাটিয়েছি। এই মাঠ অনেক বিখ্যাত ক্রিকেটার তৈরি করেছে। শিবাজি পার্কের মাঠ ভারতের ক্রিকেটের দোলনা। এটি সংরক্ষণ করা আমাদের কর্তব্য।’
তিনি অন্য কোথাও লতা মঙ্গেশকরের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, ‘স্মৃতিসৌধ যদি তৈরি করতেই হয়, তবে লতা মঙ্গেশকরের মর্যাদার সঙ্গে মানানসই স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।’
মহারাষ্ট্র সরকার অবশ্য লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য মুম্বাইয়ের কালিনায় ২ দশমিক ৫ একরজুড়ে একটি আন্তর্জাতিক মানের সংগীত একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয়ে একাডেমিটি নির্মিত হবে।
মহারাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৪২ মিনিট আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৪ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৬ ঘণ্টা আগে