কলকাতা প্রতিনিধি
ভারতের কর্ণাটকের চলমান হিজাব বিতর্ক বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই ওই বিষয়ে আদালতের শুনানি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি রাখতে কর্ণাটক হাইকোর্টে আবেদন জানানো হয়েছে বাদী পক্ষ থেকে। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ তাহির এই আবেদন করেন।
মোহাম্মদ তাহির তাঁর আবেদনে মামলার বাদী আয়েশা আলমাস ও উদুপির সরকারি জুনিয়র মহিলা কলেজের ৪ শিক্ষার্থীর পক্ষে হিজাব ইস্যুকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশসহ মোট ৫টি রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো এই ইস্যুকে ব্যবহার করছে।
ওই আবেদন আরও বলা হয়, এই ইস্যু ব্যবহার করে যেকোনো ধরনের অপকর্ম সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে পারে।
তবে নির্বাচনে হিজাব বিতর্ক ইস্যু হতে পারে কি পারে না তা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে মন্তব্য করেছেন কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, বুধবার ফের মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। এ দিকে হিজাব পরা নিয়ে বিতর্কের মধ্যে শান্তি বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।
ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে ভোট প্রচারের রাজনীতিতে প্রকট হচ্ছে হিজাব বিতর্ক। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে বলেছেন, ‘শরিয়া আইন দিয়ে নয়, দেশ চলবে সংবিধান অনুযায়ী।’
অপরদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘নারীরাই পছন্দ মতো বেছে নেবে ঘোমটা, বোরকা বা জিনস। রাষ্ট্র কখনোই নাগরিকদের পছন্দে হস্তক্ষেপ করতে পারে না।’
লোকসভার সদস্য ও সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।’
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপির একটি কয়েকজন শিক্ষার্থী হিজাব পরায় তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় হিজাব বিতর্ক। যা পরে ছড়িয়ে পরে কর্ণাটকের বিভিন্ন অংশে।
ভারতের কর্ণাটকের চলমান হিজাব বিতর্ক বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই ওই বিষয়ে আদালতের শুনানি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি রাখতে কর্ণাটক হাইকোর্টে আবেদন জানানো হয়েছে বাদী পক্ষ থেকে। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ তাহির এই আবেদন করেন।
মোহাম্মদ তাহির তাঁর আবেদনে মামলার বাদী আয়েশা আলমাস ও উদুপির সরকারি জুনিয়র মহিলা কলেজের ৪ শিক্ষার্থীর পক্ষে হিজাব ইস্যুকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশসহ মোট ৫টি রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো এই ইস্যুকে ব্যবহার করছে।
ওই আবেদন আরও বলা হয়, এই ইস্যু ব্যবহার করে যেকোনো ধরনের অপকর্ম সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে পারে।
তবে নির্বাচনে হিজাব বিতর্ক ইস্যু হতে পারে কি পারে না তা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে মন্তব্য করেছেন কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, বুধবার ফের মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। এ দিকে হিজাব পরা নিয়ে বিতর্কের মধ্যে শান্তি বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।
ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে ভোট প্রচারের রাজনীতিতে প্রকট হচ্ছে হিজাব বিতর্ক। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে বলেছেন, ‘শরিয়া আইন দিয়ে নয়, দেশ চলবে সংবিধান অনুযায়ী।’
অপরদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘নারীরাই পছন্দ মতো বেছে নেবে ঘোমটা, বোরকা বা জিনস। রাষ্ট্র কখনোই নাগরিকদের পছন্দে হস্তক্ষেপ করতে পারে না।’
লোকসভার সদস্য ও সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।’
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপির একটি কয়েকজন শিক্ষার্থী হিজাব পরায় তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় হিজাব বিতর্ক। যা পরে ছড়িয়ে পরে কর্ণাটকের বিভিন্ন অংশে।
ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পূর্ণভাবে ‘মিলেমিশে’ থাকতে চাইলে, এখনই ফিলিস্তিনিদের সহায়তা শুরু করতে হবে এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উই
১ ঘণ্টা আগেপাকিস্তান তার প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচ১) সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে। দেশটির মহাকাশ কর্মসূচির জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানিয়েছে, গতকাল রোববার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই এইচ ১ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়া সংলগ্ন অঞ্চল দনবাস অঞ্চল মস্কোর দখলে চলে গেছে। সুতরাং, ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে...
২ ঘণ্টা আগেকাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন দেবরের ছেলে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক নারী। থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। থানায় দেবরের ছেলে সেই সম্পর্ক আর এগিয়ে নিতে না চাইলে নিজের কবজি কেটে ফেলেন ওই নারী। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটেছে এই ঘটনা।
৩ ঘণ্টা আগে