অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।
নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’
শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’
ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।
নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’
শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’
ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্র বিক্ষোভের সমর্থনে সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছেন বিরোধী আইনপ্রণেতারা। যা দেশটির চলমান সরকারবিরোধী বিক্ষোভের উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার পার্লামেন্টে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে একজন আইনপ্রণেতা
১ ঘণ্টা আগেচীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও। দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা দিয়েছেন—চীন যে কোনো বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়া
২ ঘণ্টা আগেকাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
৩ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!
৩ ঘণ্টা আগে