ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।
নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’
শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’
ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের উত্তর প্রদেশে ‘আধুনিক’ পোশাক পরায় এক কিশোরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ১৭ বছর বয়সী কিশোরী নেহা পাশওয়ানকে পিটিয়ে হত্যা করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়িতেই নারী ও কিশোরীরা কতটা অনিরাপদ, তা এ ঘটনাটি বুঝিয়ে দিল।
নেহা পাশওয়ানের মা শকুন্তলা দেবী পাশওয়ান বিবিসিকে বলেন, ‘নেহার দাদুবাড়ি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে। দাদুর বাড়িতে নেহার আধুনিক পোশাক পরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নেহার দাদু ও চাচারা নেহাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।’
শকুন্তলা দেবী পাশওয়ান আরও বলেন, ‘নেহাকে যেদিন হত্যা করা হয়, সেদিন নেহা উপবাসে ছিল। সন্ধ্যার দিকে জিনস ও টপস পরে ধর্মীয় কিছু কাজ করার সময় পরিবারের সদস্যরা নেহাকে বারণ করেন। নেহা বারণ না শুনে জিনস ও টপসের পক্ষে যুক্তি দেয়। নেহা পরিবারের সদস্যদের উদ্দেশে বলে, জিনস তো পরার জন্যই বানানো হয়েছে এবং সে সব সময়ই এটা পরবে। তর্ক-বিতর্কের একপর্যায়ে নেহাকে পিটিয়ে হত্যা করা হয়।’
ঘটনা আড়াল করতে নেহার মরদেহ সেতু থেকে পানিতে ছুড়ে ফেলা হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় ভোটার ও আধার কার্ড ২৮ বছর বয়সী শান্তা পেলেন কীভাবে, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁর বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্রশীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যাঁর নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। অর্থের বিনিময়ে অন্য কোনো দেশে শান্তা তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে
১ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় আরেক যাত্রী তাঁকে চড় মারেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, আতঙ্কিত হওয়া ব্যক্তির পরিবার তাঁকে শনাক্ত করে এবং জানায় যে তিনি নিখোঁজ।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৪ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে