কলকাতা সংবাদদাতা
উড়িষ্যার পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছাতেই এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন— প্রেমাকান্ত মোহান্তি (৭০), প্রভাতী দাস ও বাসন্তী সাহু। তিনজনই খুরদা জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের মতে, রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন। রথের কাছাকাছি যাওয়ার হুড়োহুড়িতে অনেকে মাটিতে পড়ে যান। তখন আতঙ্কিত হয়ে ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।
আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় পুরী জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বয়েন জানিয়েছেন, ‘অতিরিক্ত ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতির অভাবেই এই দুর্ঘটনা।
ঘটনার পর থেকেই প্রশাসন ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উৎসবের আনন্দে নেমে এসেছে বিষাদের ছায়া।
প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
উড়িষ্যার পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছাতেই এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন— প্রেমাকান্ত মোহান্তি (৭০), প্রভাতী দাস ও বাসন্তী সাহু। তিনজনই খুরদা জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের মতে, রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন। রথের কাছাকাছি যাওয়ার হুড়োহুড়িতে অনেকে মাটিতে পড়ে যান। তখন আতঙ্কিত হয়ে ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।
আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় পুরী জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বয়েন জানিয়েছেন, ‘অতিরিক্ত ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতির অভাবেই এই দুর্ঘটনা।
ঘটনার পর থেকেই প্রশাসন ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উৎসবের আনন্দে নেমে এসেছে বিষাদের ছায়া।
প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বিশ্বব্যাপী দৌড়বিদদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত ফৌজা সিং আর নেই। গতকাল সোমবার পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিশ্বের প্রবীণতম এই দৌড়বিদ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৪ বছর।
৩৫ মিনিট আগেঅবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবারও ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় আরও অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
২ ঘণ্টা আগে১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা...
১১ ঘণ্টা আগে