Ajker Patrika

পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন, পাঁচ মাসে ইস্তফা দিয়েছেন ৭ বিধায়ক

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২: ৩৭
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন, পাঁচ মাসে ইস্তফা দিয়েছেন ৭ বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই ভাঙনের মুখে পড়ে বিজেপি। একে একে বিজেপির সাতজন বিধায়ক ইস্তফা দিয়েছেন। সর্বশেষ আজ শুক্রবার ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। যদিও তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা এ বিষয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি শেষ পর্যন্ত তৃণমূলেই যোগ দেবেন।

জানা গেছে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার কারণে কৃষ্ণ কল্যাণীকে শোকজ করা হয়েছিল। এই শোকজকে কেন্দ্র করেই তিনি পদত্যাগ করেছেন। 

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন, অনেক বড় চমক অপেক্ষা করছে। বিজেপি পশ্চিমবঙ্গে থাকবে কিনা এ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তবে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কৃষ্ণ কল্যাণীর ইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, দলে ব্যক্তি নয়, আদর্শই বড়। বাকি বিধায়কদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২৯৬ আসনের রাজ্য বিধানসভায় বিজেপি ৭৭ আসনে জিতলেও গত পাঁচ মাসে ইস্তফা দিয়েছেন সাতজন বিধায়ক। এতে পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০ জনে। দলের সর্বভারতীয় সহসভাপতি মকুল রায় সর্বপ্রথম ইস্তফা দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত