Ajker Patrika

নির্বাচনে ভরাডুবির পর ৫ রাজ্যের সভাপতিদের পদত্যাগের নির্দেশ সোনিয়ার

নির্বাচনে ভরাডুবির পর ৫ রাজ্যের সভাপতিদের পদত্যাগের নির্দেশ সোনিয়ার

ভারতের ‌উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সেই সব রাজ্যে কংগ্রেস কমিটি নতুন করে ঢেলে সাজানোর বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই সব রাজ্যের কংগ্রেস সভাপতিদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,  সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশের পর পর্যালোচনা বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের শীর্ষ পদ থেকে সরে গিয়ে গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করার প্রস্তাব দেন। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা রাজি হননি। সোনিয়া গান্ধীকে সভানেত্রীর দায়িত্ব চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সেই বৈঠকেই প্রদেশ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পাঁচ রাজ্যের সভাপতিদের নির্দেশ দেন, যেন প্রদেশ কংগ্রেস কমিটি নতুন করে গড়ে তোলা হয়। এই বিষয়ে সভানেত্রীকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে কংগ্রেসের খারাপ ফল তো হয়েছেই, সেই সঙ্গে পাঞ্জাবের মতো রাজ্যও কংগ্রেসের হাতছাড়া হয়েছে। কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্বই নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ। হারের কারণ যাই হোক না কেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস শিবির। এর আগে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের শোচনীয় ফল হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই সেই একই ফল উঠে এল কংগ্রেসের পক্ষে, যা দলের শীর্ষ নেতৃত্বের কাছে উদ্বেগের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত