Ajker Patrika

কেজরিওয়ালের জামিন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে বাধা আদালতের 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৯
Thumbnail image

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই তিনি তাঁর কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মদ আবগারি নীতির মামলায় গ্রেপ্তার হয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রায় ছয় মাসের মতো সময় ধরে কারাগারে বন্দী। অবশেষে জামিন পেলেন তিনি। এবার আর মুক্তি পেতে তাঁর সামনে আইনত কোনো বাধা নেই। কারণ, ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) দায়ের করা প্রায় একই ধরনের মামলায় এরই মধ্য জামিন পেয়েছেন কেজরিওয়াল। 

আজ শুক্রবার সকালে এক সংক্ষিপ্ত অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন। তবে তাঁরা দুজনই মুখ্যমন্ত্রীকে অবশ্যই জামিন দিতে সম্মত হন। আদালতের আদেশ অনুসারে, জামিনে থাকাকালে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। 

অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। কারাগারের একটি সূত্র এনডিটিভিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে। 

এদিকে, কেজরিওয়ালের মুক্তির খবরে তাঁর দল আম আদমি পার্টিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেজরিওয়ালের জামিনের খবরের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, ‘আজ আবারও মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে।’ দলের নেত্রী ও দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, ‘সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত