অনলাইন ডেস্ক
ভারতের সশস্ত্র বাহিনীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা ‘অগ্নিপথের’ বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জনের বেশি। জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনটি ট্রেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অগ্নিপথ ইস্যুতে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ২০০ ট্রেন যাত্রা বাতিল কিংবা মাঝপথে যাত্রাবিরতি নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে অন্তত ৩৫টি ট্রেনের যাত্রা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ‘অগ্নিপথ’ ইস্যুতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা ছাড়াও দেশটির বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। টানা তিন দিন ধরেই আন্দোলন-বিক্ষোভ চলছে এসব রাজ্যে।
গতকাল বৃহস্পতিবার বিহারে একটি ট্রেনে অগ্নিসংযোগসহ রেলপথ অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। আজও একই পথ অবলম্বন করেছে তেলেঙ্গানার বিক্ষোভকারীরাও। সর্বশেষ গত তিন ঘণ্টা ধরে সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের রেলপথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।
আগুন লাগিয়ে দেওয়া ট্রেনগুলো হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, রাজকোট এক্সপ্রেস ও অজন্তা এক্সপ্রেস। এদিন তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ছেড়ে যায় এমন ৬৫টি ট্রেনসহ সব মিলিয়ে ৭১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতাকারীরা জম্মু-তাওয়ি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগিয়ে দেয়।
ভারতের সশস্ত্র বাহিনীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা ‘অগ্নিপথের’ বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জনের বেশি। জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনটি ট্রেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অগ্নিপথ ইস্যুতে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ২০০ ট্রেন যাত্রা বাতিল কিংবা মাঝপথে যাত্রাবিরতি নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে অন্তত ৩৫টি ট্রেনের যাত্রা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ‘অগ্নিপথ’ ইস্যুতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা ছাড়াও দেশটির বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। টানা তিন দিন ধরেই আন্দোলন-বিক্ষোভ চলছে এসব রাজ্যে।
গতকাল বৃহস্পতিবার বিহারে একটি ট্রেনে অগ্নিসংযোগসহ রেলপথ অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। আজও একই পথ অবলম্বন করেছে তেলেঙ্গানার বিক্ষোভকারীরাও। সর্বশেষ গত তিন ঘণ্টা ধরে সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের রেলপথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।
আগুন লাগিয়ে দেওয়া ট্রেনগুলো হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, রাজকোট এক্সপ্রেস ও অজন্তা এক্সপ্রেস। এদিন তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ছেড়ে যায় এমন ৬৫টি ট্রেনসহ সব মিলিয়ে ৭১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতাকারীরা জম্মু-তাওয়ি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগিয়ে দেয়।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
২৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
১ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৩ ঘণ্টা আগে