অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের নির্বাচনের আগে নিজস্ব নির্বাচনী এলাকায় গিয়ে জনতার ধাওয়া খেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন এমএলএ। এমন ঘটনাটি ঘটেছে মুজাফফরনগরে। এরই মধ্যে এর একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির এমএলএ বিক্রম সিং সাইনি মুজাফফরনগরের খাতুয়ালি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার তিনি একটি বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি নিজ গ্রামে যান। সেখানে জনতা তাঁকে ধাওয়া করে।
ভিডিওতে দেখা যায়, একদল গ্রামবাসী তাঁকে বিক্রম সিং সাইনিকে ধাওয়া করছে। ওই সময় গ্রামবাসীকে সাইনির বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। ভারতের বিতর্কিত কৃষি আইনের কারণে গ্রামবাসীরা ওই ক্ষমতাসীন এমএলএর ওপর ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। যদিও ওই কৃষি আইন এরই মধ্যে বাতিল করেছে নরেন্দ্র মোদি সরকার।
প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্রম। পরে গ্রামবাসীদের সামনে হাতজোড় করে গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে।
উসকানিমূলক মন্তব্যের জন্যই পরিচিত বিক্রম। ২০১৯ সালে তিনি বলেন, যারা ভারতে নিজেদের নিরাপদ মনে করে না তাঁদের বোমা ছুড়ে উড়িয়ে দেওয়া হবে। এমনকি হিন্দুদের দেশ বলেই ভারতবর্ষের নাম হিন্দুস্তান, এমন মন্তব্যও করেছেন তিনি। গোহত্যাকারীদের পা ভেঙে রেখে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিক্রম।
ভারতের উত্তর প্রদেশের নির্বাচনের আগে নিজস্ব নির্বাচনী এলাকায় গিয়ে জনতার ধাওয়া খেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন এমএলএ। এমন ঘটনাটি ঘটেছে মুজাফফরনগরে। এরই মধ্যে এর একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির এমএলএ বিক্রম সিং সাইনি মুজাফফরনগরের খাতুয়ালি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার তিনি একটি বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি নিজ গ্রামে যান। সেখানে জনতা তাঁকে ধাওয়া করে।
ভিডিওতে দেখা যায়, একদল গ্রামবাসী তাঁকে বিক্রম সিং সাইনিকে ধাওয়া করছে। ওই সময় গ্রামবাসীকে সাইনির বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। ভারতের বিতর্কিত কৃষি আইনের কারণে গ্রামবাসীরা ওই ক্ষমতাসীন এমএলএর ওপর ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। যদিও ওই কৃষি আইন এরই মধ্যে বাতিল করেছে নরেন্দ্র মোদি সরকার।
প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্রম। পরে গ্রামবাসীদের সামনে হাতজোড় করে গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে।
উসকানিমূলক মন্তব্যের জন্যই পরিচিত বিক্রম। ২০১৯ সালে তিনি বলেন, যারা ভারতে নিজেদের নিরাপদ মনে করে না তাঁদের বোমা ছুড়ে উড়িয়ে দেওয়া হবে। এমনকি হিন্দুদের দেশ বলেই ভারতবর্ষের নাম হিন্দুস্তান, এমন মন্তব্যও করেছেন তিনি। গোহত্যাকারীদের পা ভেঙে রেখে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিক্রম।
দক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সি চালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!
৩৮ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
৩ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৫ ঘণ্টা আগে