Ajker Patrika

ভোটের আগে গ্রামবাসীর ধাওয়া খেলেন বিজেপির এমপি

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭: ১০
ভোটের আগে গ্রামবাসীর ধাওয়া খেলেন বিজেপির এমপি

ভারতের উত্তর প্রদেশের নির্বাচনের আগে নিজস্ব নির্বাচনী এলাকায় গিয়ে জনতার ধাওয়া খেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন এমএলএ। এমন ঘটনাটি ঘটেছে মুজাফফরনগরে। এরই মধ্যে এর একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির এমএলএ বিক্রম সিং সাইনি মুজাফফরনগরের খাতুয়ালি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার তিনি একটি বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি নিজ গ্রামে যান। সেখানে জনতা তাঁকে ধাওয়া করে।  

ভিডিওতে দেখা যায়, একদল গ্রামবাসী তাঁকে বিক্রম সিং সাইনিকে ধাওয়া করছে। ওই সময় গ্রামবাসীকে সাইনির বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। ভারতের বিতর্কিত কৃষি আইনের কারণে গ্রামবাসীরা ওই ক্ষমতাসীন এমএলএর ওপর ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে। যদিও ওই কৃষি আইন এরই মধ্যে বাতিল করেছে নরেন্দ্র মোদি সরকার।  

প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্রম। পরে গ্রামবাসীদের সামনে হাতজোড় করে গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে। 

উসকানিমূলক মন্তব্যের জন্যই পরিচিত বিক্রম। ২০১৯ সালে তিনি বলেন,  যারা ভারতে নিজেদের নিরাপদ মনে করে না তাঁদের বোমা ছুড়ে উড়িয়ে দেওয়া হবে। এমনকি হিন্দুদের দেশ বলেই ভারতবর্ষের নাম হিন্দুস্তান, এমন মন্তব্যও করেছেন তিনি। গোহত্যাকারীদের পা ভেঙে রেখে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিক্রম।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত