ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি স্কুলের শিক্ষক কতিপয় শিক্ষার্থীকে গেরুয়া পোশাক পরা নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত জনতা স্কুলটিতে ভাঙচুর চালিয়েছে, মারধর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ উল্টো স্কুলটির দুই কর্মচারী ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেঙ্গানার মানচেরিল জেলার কানেপাল্লি গ্রামের মাদার তেরেসা উচ্চবিদ্যালয় নামের মিশনারি স্কুলে ভাঙচুর চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। এলাকাটি রাজধানী হায়দরাবাদ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যক্ষ জাইমন জোসেফ কেরালা রাজ্যের বাসিন্দা। দুই দিন আগে তিনি দেখতে পান, তাঁর স্কুলের কতিপয় শিক্ষার্থী গেরুয়া রঙের কাপড় পরে এসেছে। শিক্ষার্থীরা কেন এমন কাপড় পরেছে জানতে চাইলে তারা জানায়, তাঁরা ২১ দিনব্যাপী হনুমান দীক্ষা নামের একটি প্রথা অনুশীলন করছে। পরে অধ্যক্ষ ওই শিক্ষার্থীদের বলেন তাদের বাবা-মাকে স্কুলে ডেকে আনতে।
বিষয়টি এখানেই থেমে থাকেনি। শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের বাদানুবাদের একাংশের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেসব ভিডিওতে দাবি করা হয়, অধ্যক্ষ হিন্দু ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট পোশাক পরায় শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে দিচ্ছেন না।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই একদল উত্তেজিত জনতা স্কুলটিতে আক্রমণ চালিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। স্কুলটির জানালার কাচ ভেঙে ফেলতে দেখা যায় একটি ভিডিওতে। এ সময় স্কুলের কর্মচারীরা হাত জোড় করে তাদের থামতে বললেও কোনো কাজ হয়নি। এমনকি পুলিশও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে অবশ্য পুলিশ ভাঙচুরকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হয়।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভাঙচুরের একপর্যায়ে কিছু মানুষ অধ্যক্ষ জোসেফকে ঘিরে ধরে তাঁকে মারধর করতে থাকে। এমনকি তাঁর কপালে জোর করে তিলক পরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় বিক্ষোভকারীরা স্কুল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছে।
এদিকে, শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ স্কুলটির দুই কর্মচারী ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্মীয় বিভাজন উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি স্কুলের শিক্ষক কতিপয় শিক্ষার্থীকে গেরুয়া পোশাক পরা নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত জনতা স্কুলটিতে ভাঙচুর চালিয়েছে, মারধর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ উল্টো স্কুলটির দুই কর্মচারী ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেঙ্গানার মানচেরিল জেলার কানেপাল্লি গ্রামের মাদার তেরেসা উচ্চবিদ্যালয় নামের মিশনারি স্কুলে ভাঙচুর চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। এলাকাটি রাজধানী হায়দরাবাদ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যক্ষ জাইমন জোসেফ কেরালা রাজ্যের বাসিন্দা। দুই দিন আগে তিনি দেখতে পান, তাঁর স্কুলের কতিপয় শিক্ষার্থী গেরুয়া রঙের কাপড় পরে এসেছে। শিক্ষার্থীরা কেন এমন কাপড় পরেছে জানতে চাইলে তারা জানায়, তাঁরা ২১ দিনব্যাপী হনুমান দীক্ষা নামের একটি প্রথা অনুশীলন করছে। পরে অধ্যক্ষ ওই শিক্ষার্থীদের বলেন তাদের বাবা-মাকে স্কুলে ডেকে আনতে।
বিষয়টি এখানেই থেমে থাকেনি। শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের বাদানুবাদের একাংশের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেসব ভিডিওতে দাবি করা হয়, অধ্যক্ষ হিন্দু ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট পোশাক পরায় শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে দিচ্ছেন না।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই একদল উত্তেজিত জনতা স্কুলটিতে আক্রমণ চালিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। স্কুলটির জানালার কাচ ভেঙে ফেলতে দেখা যায় একটি ভিডিওতে। এ সময় স্কুলের কর্মচারীরা হাত জোড় করে তাদের থামতে বললেও কোনো কাজ হয়নি। এমনকি পুলিশও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে অবশ্য পুলিশ ভাঙচুরকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হয়।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভাঙচুরের একপর্যায়ে কিছু মানুষ অধ্যক্ষ জোসেফকে ঘিরে ধরে তাঁকে মারধর করতে থাকে। এমনকি তাঁর কপালে জোর করে তিলক পরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় বিক্ষোভকারীরা স্কুল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছে।
এদিকে, শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ স্কুলটির দুই কর্মচারী ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্মীয় বিভাজন উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে