Ajker Patrika

হেমন্ত সরেন গ্রেপ্তার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৫৫
হেমন্ত সরেন গ্রেপ্তার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই 

দীর্ঘ কয়েক ঘণ্টা গা ঢাকা দিয়ে থাকার পর ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করেছে ভারতের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার সন্ধ্যায় হেমন্ত সরেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর কয়েক মিনিট পরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান পরিবহনমন্ত্রী চম্পাই সরেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার হেমন্ত সরেন ঝাড়খণ্ডের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পরে ভূমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। হেমন্তের পদত্যাগের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ খালি হওয়ায় সেই পদে অভিষিক্ত হতে যাচ্ছেন তাঁরই দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা চম্পাই সরেন।

এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ঘিরে নাটক জমে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে খোঁজ ছিল না তাঁর। তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

ইডির কর্মকর্তারা জানিয়েছিলেন, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সরেনকে ডাকা হয়েছিল দিল্লিতে। তিনি গিয়েছিলেনও। তাঁকে বহনকারী বিমান বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে, তাঁকে নিতে যাওয়া বিএমডব্লিউ গাড়িটিও জব্দ করে ইডি। কিন্তু তাঁকে ফোনেও পাওয়া যায়নি।

এই অবস্থায় ইডি কর্মকর্তারা মনে করেছিলেন, নিখোঁজ হয়েছেন হেমন্ত সরেন। তবে হেমন্ত সরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-কর্মী ও ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন, তাঁরা তাঁর অবস্থানের বিষয়ে অবগত। তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত