Ajker Patrika

ইসরায়েলি পুলিশের ইউনিফর্ম তৈরি বন্ধ করল ভারতীয় কোম্পানি

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৭: ২১
ইসরায়েলি পুলিশের ইউনিফর্ম তৈরি বন্ধ করল ভারতীয় কোম্পানি

২০০৫ সাল থেকে ইসরায়েলি পুলিশের জন্য ইউনিফর্ম তৈরি করে আসছিল ভারতের কেরালার পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার জেরে প্রতিষ্ঠানটি নতুন করে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। 

গত শুক্রবার প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ইউনিফর্ম সরবরাহ বাতিলের ঘোষণা দেয়। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেডের পরিচালক থমাস ওলিকাল বলেন, গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি পুলিশের ইউনিফর্ম তৈরি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভিডিও বার্তায় থমাস ওলিকাল বলেন, ‘সাধারণ নাগরিকদের ওপর হামাসের হামলা গ্রহণযোগ্য না। ঠিক সেরকমই এর জবাবে ইসরায়েলের পাল্টা হামলাও অগ্রহণযোগ্য। ২৫ লাখের বেশি মানুষকে খাবার ও পানি থেকে বঞ্চিত করা, হাসপাতালে হামলা, নিরপরাধ নারী-শিশুর ওপর হামলা এসব কোনো কিছুই কাম্য নয়। আমরা চাই যুদ্ধের অবসান হোক এবং শান্তি অক্ষুণ্ন থাকুক।’ 

থমাস ওলিকাল বলেন, ‘আন্তর্জাতিক চুক্তি অনুসারে বর্তমান চুক্তিগুলোর প্রতি মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড সম্মান প্রদর্শন করে। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো অর্ডার নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, যুদ্ধ বন্ধ করুন। আমরা ইসরায়েলি পুলিশকে ইউনিফর্ম সরবরাহ না করায় তাঁদের হয়তো কোনো ঘাটতি হবে না। তবে নৈতিক জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালে বোমা হামলা মেনে নেওয়ার মতো নয়।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড ইসরায়েলি পুলিশের নেভি ব্লু রঙের ফুল হাতা ইউনিফর্ম তৈরি করত। 

গত ৭ অক্টোবরের ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে অব্যাহতভাবে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ভারতীয় সংবাদমাধ্যম আল জাজিরা সবশেষ তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি ও ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। 

কেরালাভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তা কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পোশাক তৈরি করে থাকে। এছাড়াও তাঁরা স্কুলের ইউনিফর্ম, সুপার মার্কেটের কর্মী ও কর্পোরেট কর্মকর্তাদের পোশাক তৈরি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত