Ajker Patrika

‘ভুল করে’ নিরাপত্তা বাহিনীর গুলি, নাগাল্যান্ডে নিহত ১২

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২৩: ৪২
‘ভুল করে’ নিরাপত্তা বাহিনীর গুলি, নাগাল্যান্ডে নিহত ১২

ভারতের নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে নিহত হলেন ১২ জন গ্রামবাসী। আজ রোববার নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক সেনাসদস্যেরও মৃত্যু হয়েছে। ওটিং গ্রামটি মিয়ানমার সীমান্তে অবস্থিত।

পুলিশ সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারী রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‘ভুল করে’ অনুপ্রবেশকারী ভেবে হটাতে শুরু করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসী মারা যাওয়ায় উত্তেজনা বাড়ে। নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও টুইটারে এ ঘটনার উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত