Ajker Patrika

২ দিন পর উদ্ধার হলেন পাহাড়ে আটক কেরালার সেই তরুণ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৮
২ দিন পর উদ্ধার হলেন পাহাড়ে আটক কেরালার সেই তরুণ

ভারতের কেরালা রাজ্যের পাক্কালাড় শহরের মালাম্পুঝা এলাকায় একটি পাহাড়ে দুই দিন ধরে আটকে থাকার পর অবশেষে উদ্ধার হলেন ২০ বছর বয়সী আর বাবু। আজ বুধবার ভারতীয় সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে।

উদ্ধার হওয়ার পর বাবু বলেন, অনেক ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনীকে। 

পরে বাবু একজন সেনাসদস্যকে চুমু দেন এবং আনন্দে চিৎকার করে বলেন, ‘ভারতীয় সেনার জয়, ভারত মাতার  জয়।’

কয়েকটি ভিডিওতে দেখায় যে সেনাবাহিনীর উদ্ধারকারী দলটি স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে বাবুকে উদ্ধার করে।  এ সময় স্থানীয় জনগণ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), কোস্ট গার্ড সেনাবাহিনীকে সাহায্য করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে পাহাড়টিতে আটকে আছেন ওই যুবক। সেদিন থেকে তাঁর কাছে খাওয়ার পানি পৌঁছাতে পারেনি উদ্ধারকারী বাহিনী। 

এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি টি-শার্ট ও হাফপ্যান্ট পরে তরুণটি দুই পাথরের মধ্যে ছোট একটি জায়গায় বসে আছেন। 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ বুধবার সকালে টুইট বার্তায় জানান, সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মালাম্পুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া যুবককে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত