Ajker Patrika

অন্ধ্রপ্রদেশে পাথর খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

অনলাইন ডেস্ক
Thumbnail image

ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশে পাথর খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, শনিবার অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলায় পাথর উত্তোলনের কাজ চলছিল। পাথর ভাঙার জন্য সেখানে কিছু বিস্ফোরকও জমা করে রাখা হয়েছিল। হঠাৎ সেই স্তূপেই বিস্ফোরণ ঘটে। কিন্তু কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি।
জানা গেছে, নিহতরা সবাই খনির শ্রমিক ছিল। এখনও খনির ভেতরে বহু শ্রমিকের আটকে আছেন। তাঁদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। পাশাপাশি, পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত