Ajker Patrika

তীব্র হতাশা থেকে আত্মহত্যা করলেন ভারতের শীর্ষস্থানীয় সন্ন্যাসী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১: ৩৭
তীব্র হতাশা থেকে আত্মহত্যা করলেন ভারতের শীর্ষস্থানীয় সন্ন্যাসী

ভারতের শীর্ষস্থানীয় এক ধর্মগুরু আত্মহত্যা করেছেন। নরেন্দ্র গিরি নামের ওই সন্ন্যাসী অখিল ভারতীয় আখড়া পরিষদের শীর্ষ নেতা ছিলেন। ভারতে সন্ন্যাসীদের সবচেয়ে বড় সংগঠন এটি।

আজ সোমবার উত্তর প্রদেশ রাজ্য পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, নরেন্দ্র গিরিকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন। 

তাঁর মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব শোক জানিয়েছেন। 

প্রয়াগরাজের পুলিশ প্রধান কেপি সিং আজ সন্ধ্যায় সাংবাদিকদের বলেছেন, একটি সুইসাইড নোট পাওয়া গেছে। পুলিশ সেটির পাঠোদ্ধার করার চেষ্টা করছে। নোটে লিখেছেন, নরেন্দ্র গিরি খুব হতাশ ছিলেন। তাঁর মৃত্যুর পর আশ্রম কীভাবে পরিচালিত হবে সে ব্যাপারেও উইল আকারে লিখে গেছেন তিনি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক জানিয়ে বলেছেন, আখড়া পরিষদের সভাপতি শ্রী নরেন্দ্র গিরির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আধ্যাত্মিক চর্চায় আত্মোৎসর্গ ছিলেন। ভারতের সন্ত সমাজের মধ্যে সংযোগ স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঈশ্বর তাঁকে আপনার পদতলে স্থান দিন। ওম শান্তি। 

উত্তর প্রদেশ কংগ্রেস এবং বিজেপি প্রধান জেপি নাড্ডাও এই সন্তের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত