কলকাতা প্রতিনিধি
ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিধানসভা ভোটের এক বছর আগে ফের বড় ধরনের দলবদলের ঘটনা ঘটল। নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) দলের ২১ জন বিধায়ক যোগ দিলেন মুখ্যমন্ত্রী নেফু রিও’র ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) দলে। ফলে বর্তমানে এনপিএফ’র বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪। আর নাগাল্যান্ড বিধানসভায় এনডিপিপি দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। তবে রাজ্যের সমস্ত বিধায়কই শাসক জোটে রয়েছেন। এখানে কোনো বিরোধী দল নেই।
গত বৃহস্পতিবার এনপিএফ সভাপতি শুরহোজেলি লিজিয়েৎসু ঘোষণা করেন যে তাঁর দল আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপরই দলের ২১ বিধায়ক দলবদল করে নাম লেখালেন মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর এনডিপিপিতে।
গত বিধানসভা নির্বাচনে এনপিএফ পেয়েছিল সবচেয়ে বেশি আসন, ২৫ টি। কিন্তু বিজেপির ১২ সদস্যের সমর্থনে এনডিপিপি সরকার পরিচালনা করছে।
এদিকে এনপিএফ বিধায়কদের দলবদল প্রসঙ্গে এনডিপিপি মুখপাত্র মেরেন্তোশি আর জামির বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর নেতৃত্বকে শক্তিশালী করার জন্য ২১ জন বিধায়ক এনডিপিপিতে যোগ দিয়েছেন। এটি সরকারকে শক্তিশালী করবে এবং রাজনৈতিক ইস্যুতে দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের সংকল্পকেও আরও শক্তিশালী করবে।’
ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিধানসভা ভোটের এক বছর আগে ফের বড় ধরনের দলবদলের ঘটনা ঘটল। নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) দলের ২১ জন বিধায়ক যোগ দিলেন মুখ্যমন্ত্রী নেফু রিও’র ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) দলে। ফলে বর্তমানে এনপিএফ’র বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪। আর নাগাল্যান্ড বিধানসভায় এনডিপিপি দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। তবে রাজ্যের সমস্ত বিধায়কই শাসক জোটে রয়েছেন। এখানে কোনো বিরোধী দল নেই।
গত বৃহস্পতিবার এনপিএফ সভাপতি শুরহোজেলি লিজিয়েৎসু ঘোষণা করেন যে তাঁর দল আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপরই দলের ২১ বিধায়ক দলবদল করে নাম লেখালেন মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর এনডিপিপিতে।
গত বিধানসভা নির্বাচনে এনপিএফ পেয়েছিল সবচেয়ে বেশি আসন, ২৫ টি। কিন্তু বিজেপির ১২ সদস্যের সমর্থনে এনডিপিপি সরকার পরিচালনা করছে।
এদিকে এনপিএফ বিধায়কদের দলবদল প্রসঙ্গে এনডিপিপি মুখপাত্র মেরেন্তোশি আর জামির বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর নেতৃত্বকে শক্তিশালী করার জন্য ২১ জন বিধায়ক এনডিপিপিতে যোগ দিয়েছেন। এটি সরকারকে শক্তিশালী করবে এবং রাজনৈতিক ইস্যুতে দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের সংকল্পকেও আরও শক্তিশালী করবে।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে