জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আপাতত তিহার জেলেই থাকতে হবে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। যদিও নির্বাচনের মাঝামাঝি অবস্থায়ই তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই জামিনেরই মেয়াদ বাড়ানোর আবেদন এবার খারিজ হয়ে গেছে।
এর আগে গত রোববার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করে আবারও কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি। বুধবার নতুন করে জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে।
এবার জেলে ফিরে যাওয়ার আগে অনেকেই ভেবেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে স্ত্রী কিংবা দলের অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করে যাবেন কেজরিওয়াল। তবে তেমন কিছুই হয়নি। আম আদমি পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, আগের মতো জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা।
তবে প্রশ্ন উঠেছে—জেলে যেহেতু মন্ত্রিসভার কোনো বৈঠক করা সম্ভব নয়, তাহলে জেলের ভেতর থেকে কীভাবে সরকার চালাবেন কেজরিওয়াল। আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রীর সই ছাড়া। সেই সই মুখ্যমন্ত্রী জেলে বসে কীভাবে করবেন?
ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার। তাই দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ হয়ে যাওয়ায় আপাতত তিহার জেলেই থাকতে হবে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। যদিও নির্বাচনের মাঝামাঝি অবস্থায়ই তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই জামিনেরই মেয়াদ বাড়ানোর আবেদন এবার খারিজ হয়ে গেছে।
এর আগে গত রোববার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করে আবারও কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি। বুধবার নতুন করে জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে।
এবার জেলে ফিরে যাওয়ার আগে অনেকেই ভেবেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে স্ত্রী কিংবা দলের অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করে যাবেন কেজরিওয়াল। তবে তেমন কিছুই হয়নি। আম আদমি পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, আগের মতো জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা।
তবে প্রশ্ন উঠেছে—জেলে যেহেতু মন্ত্রিসভার কোনো বৈঠক করা সম্ভব নয়, তাহলে জেলের ভেতর থেকে কীভাবে সরকার চালাবেন কেজরিওয়াল। আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না মুখ্যমন্ত্রীর সই ছাড়া। সেই সই মুখ্যমন্ত্রী জেলে বসে কীভাবে করবেন?
ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার। তাই দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৭ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১০ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে