অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের কারণে দেশটিতে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ফাস্ট ফুড এমনকি শাক-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞদের ধারণা এই যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতি বিগত দুই বছরে কোভিড-১৯ মহামারির কারণে দেশটির অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পুনরুদ্ধার থমকে যেতে পারে।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের নাগরিকেরা এই যুদ্ধের প্রভাব ভালোভাবেই অনুভব করছেন। কারণ ভারতের প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি এবং ভোজ্য তেল আমদানিতে অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দামের পাশাপাশি ভোজ্য তেলের দাম পাঁচ মাসের মধ্যে আরও এক দফা বেড়েছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দা ইন্দ্রানী মজুমদার বলেন, ‘ভগবানই জানেন, আমরা কীভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি মোকাবিলা করব।’ চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ইন্দ্রানী আরও বলেন, কোভিড-১৯ মহামারির দুই বছরে তাঁর বেতন কমতে কমতে অর্ধেক হয়ে গেছে।
ইন্দ্রানী জানান, আজকাল তাঁর পরিবার ভোজ্য তেলের খরচ বাঁচাতে সেদ্ধ খাবার বেশি খায়। তাঁর আশপাশের প্রায় এক ডজন বাড়ির লোকেরাও জানিয়েছেন—তাঁরাও একই রকম পদক্ষেপ নিচ্ছেন।
এ দিকে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ভারতের অর্থনীতি প্রত্যাশিত গতির চেয়ে অনেক ধীরে প্রসারিত হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা সতর্ক করছেন—মূল্যস্ফীতি বাড়তে থাকলে আরও বেশি ক্ষতির মুখোমুখি হতে পারে।
ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের কারণে দেশটিতে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ফাস্ট ফুড এমনকি শাক-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞদের ধারণা এই যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতি বিগত দুই বছরে কোভিড-১৯ মহামারির কারণে দেশটির অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পুনরুদ্ধার থমকে যেতে পারে।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের নাগরিকেরা এই যুদ্ধের প্রভাব ভালোভাবেই অনুভব করছেন। কারণ ভারতের প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি এবং ভোজ্য তেল আমদানিতে অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দামের পাশাপাশি ভোজ্য তেলের দাম পাঁচ মাসের মধ্যে আরও এক দফা বেড়েছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দা ইন্দ্রানী মজুমদার বলেন, ‘ভগবানই জানেন, আমরা কীভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি মোকাবিলা করব।’ চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ইন্দ্রানী আরও বলেন, কোভিড-১৯ মহামারির দুই বছরে তাঁর বেতন কমতে কমতে অর্ধেক হয়ে গেছে।
ইন্দ্রানী জানান, আজকাল তাঁর পরিবার ভোজ্য তেলের খরচ বাঁচাতে সেদ্ধ খাবার বেশি খায়। তাঁর আশপাশের প্রায় এক ডজন বাড়ির লোকেরাও জানিয়েছেন—তাঁরাও একই রকম পদক্ষেপ নিচ্ছেন।
এ দিকে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ভারতের অর্থনীতি প্রত্যাশিত গতির চেয়ে অনেক ধীরে প্রসারিত হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা সতর্ক করছেন—মূল্যস্ফীতি বাড়তে থাকলে আরও বেশি ক্ষতির মুখোমুখি হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে।
৬ ঘণ্টা আগেনতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।
৬ ঘণ্টা আগেজাপান ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। কিন্তু মুসলিমদের নিজস্ব কবরস্থানের জন্য আলাদা জায়গা চাওয়া নিয়েই মূলত অনেকের মধ্যে সন্দেহ তৈরি করেছে। কিছু ব্যক্তি ও প্ল্যাটফর্ম এই বিষয়টিকে ‘মুসলিম সম্প্রদায়ের আগ্রাসী সম্প্রসারণ’ বলে উপস্থাপন করছেন। তবে তাহির বলেছেন, ‘আমরা শুধু ধর্মীয় বিধান অনুযায়ী কবরস্থানের
৮ ঘণ্টা আগেপরীক্ষামূলকভাবে সফল হওয়ার ছয় মাস পর চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে ইন্দোনেশিয়ার একটি মন্ত্রণালয়। আজ রোববার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘কমপ্রেসড ওয়ার্ক শিডিউল’ নামে পরিচিত এই উদ্যোগটি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চালু করা হয়েছে। এ ক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর সুযোগটি তাঁরাই পা
৯ ঘণ্টা আগে