Ajker Patrika

ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্য ক্রয় কমিয়েছেন ভারতীয়রা

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের কারণে দেশটিতে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ফাস্ট ফুড এমনকি শাক-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞদের ধারণা এই যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতি বিগত দুই বছরে কোভিড-১৯ মহামারির কারণে দেশটির অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পুনরুদ্ধার থমকে যেতে পারে।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের নাগরিকেরা এই যুদ্ধের প্রভাব ভালোভাবেই অনুভব করছেন। কারণ ভারতের প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি এবং ভোজ্য তেল আমদানিতে অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দামের পাশাপাশি ভোজ্য তেলের দাম পাঁচ মাসের মধ্যে আরও এক দফা বেড়েছে। 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দা ইন্দ্রানী মজুমদার বলেন, ‘ভগবানই জানেন, আমরা কীভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি মোকাবিলা করব।’ চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ইন্দ্রানী আরও বলেন, কোভিড-১৯ মহামারির দুই বছরে তাঁর বেতন কমতে কমতে অর্ধেক হয়ে গেছে। 

ইন্দ্রানী জানান, আজকাল তাঁর পরিবার ভোজ্য তেলের খরচ বাঁচাতে সেদ্ধ খাবার বেশি খায়। তাঁর আশপাশের প্রায় এক ডজন বাড়ির লোকেরাও জানিয়েছেন—তাঁরাও একই রকম পদক্ষেপ নিচ্ছেন। 

এ দিকে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ভারতের অর্থনীতি প্রত্যাশিত গতির চেয়ে অনেক ধীরে প্রসারিত হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা সতর্ক করছেন—মূল্যস্ফীতি বাড়তে থাকলে আরও বেশি ক্ষতির মুখোমুখি হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত