Ajker Patrika

কুম্ভমেলা থেকে ফেরার সময় জিপ উল্টে ৫ নেপালি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্টানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পাঁচবার ডিগবাজি খায়।

গতকাল শনিবার রাতে বিহারের মুজফফরপুর জেলার মধুবনি বাইপাসের চার লেনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রয়াগরাজ থেকে নেপালের ৯ জন নাগরিককে নিয়ে ফিরছিল গাড়িটি। মধুবনি বাইপাসে এক মোটরসাইকেল চালক কসরত দেখাচ্ছিলেন। সেই স্টান্টবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পাঁচবার ডিগবাজি খায়। গাড়িতে থাকা ৯ জনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলে মৃত্য়ু হয়। বাকি চারজন গুরুতর জখম অবস্থায় শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরো দুমরে-মুচড়ে গিয়েছে। জানলার কাচ ভেঙে গুড়োগুড়ো হয়ে গেছে। শুধু তাই নয়, একটি চাকা ভেঙে গাড়ির ভেতরে ঢুকে গেছে। ওই সময় বাইপাসের রাস্তায় কয়েকজন বাইকার স্টান্ট দেখাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত দ্রুত গতির গাড়িটি ওই মোটরবাইকারের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা মারেন।

পুলিশ বলছে, গাড়িতে থাকা এয়ারব্যাগ সময়মতো না খোলায় দুর্ঘটনার প্রভাব আরও গুরুতর হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে থাকা সকলের নাম-পরিচয় জানা গেছে। নেপালের নাগরিকদের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত