আজকের পত্রিকা ডেস্ক
ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। ছয় মাসের মধ্যে এই নির্বাচন হওয়ার কথা। এর আগ দিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে, তিন রাজ্যে জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি। আর মাত্র একটি জয় পেয়ে সান্ত্বনা খুঁজে পেয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।
হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানা ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে গত মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকালে এই পাঁচ রাজ্যের মধ্যে চারটি ভোট গণনা শুরু হয়। এই ভোট গণনার ভিডিও টিভি চ্যানেলগুলোতে দেখানো হয়। আজ সোমবার মিজোরামের ভোট গণনা হওয়ার কথা। স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত ভোট গণনায় দেখা গেছে, হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপি জয়ী হয়েছে। মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে ১৬৪টিতে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস ৬৫ আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে ১১২টি আসন পেয়েছে বিজেপি এবং কংগ্রেস পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি আসন। ছত্তিশগড়ে বিজেপি পেয়েছে ৯০ আসনের মধ্যে ৫৫টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৩৫টি আসন। আর তেলেঙ্গানায় ১১৯ আসনের মধ্যে ৬৫টি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে কংগ্রেস, ৩৯টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে বিআরএস।
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর আমলেই তেলেঙ্গানা আলাদা রাজ্যের মর্যাদা পেয়েছিল। কিন্তু তারপরও কংগ্রেস সেখানে পরপর দুইবার ক্ষমতায় আসতে পারেনি। দুইবারই কেসিআরের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবার কংগ্রেস সেখানে দুর্নীতির পাশাপাশি ঢালাও জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছে। এতে রাজ্যটিতে এবার জয়ের মুখ দেখল কংগ্রেস। ফলে কংগ্রেস দক্ষিণ ভারতে কর্ণাটকের পর আরও একটি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে তারা ডিএমকে জোটের শরিক হিসেবে ক্ষমতায় আছে।
আগামী মে মাসে ভারতে লোকসভা নির্বাচন। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে জয়ী হতে মরিয়া। ধারণা করা হয়, ওই নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ইঙ্গিত করছে, ভোটাররা কাকে জয়ী করতে পারেন।
বর্তমানে রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, বিজেপি শাসন করছে মধ্যপ্রদেশ এবং এর আঞ্চলিক মিত্র মিজো ন্যাশনাল ফ্রন্ট ক্ষমতায় রয়েছে মিজোরামের।
বিজেপিকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া নামের বিরোধীদের একটি জোট গঠিত হয়। নির্বাচনী প্রচারের সময় মোদি পাঁচ রাজ্যেই সফর করেছেন। দলীয় প্রার্থীর হয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। একইভাবে ভোটারদের মন জয় করতে রাজ্যগুলোতে সফর করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। নির্বাচনী প্রচারে উভয় নেতাই ভোটারদের ভর্তুকি, ঋণ মওকুফ ও চাকরির নিশ্চয়তার আশ্বাস দিয়েছেন।
ভারতে লোকসভা নির্বাচন আসন্ন। ছয় মাসের মধ্যে এই নির্বাচন হওয়ার কথা। এর আগ দিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে, তিন রাজ্যে জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি। আর মাত্র একটি জয় পেয়ে সান্ত্বনা খুঁজে পেয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।
হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানা ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে গত মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকালে এই পাঁচ রাজ্যের মধ্যে চারটি ভোট গণনা শুরু হয়। এই ভোট গণনার ভিডিও টিভি চ্যানেলগুলোতে দেখানো হয়। আজ সোমবার মিজোরামের ভোট গণনা হওয়ার কথা। স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত ভোট গণনায় দেখা গেছে, হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপি জয়ী হয়েছে। মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে ১৬৪টিতে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস ৬৫ আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে ১১২টি আসন পেয়েছে বিজেপি এবং কংগ্রেস পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি আসন। ছত্তিশগড়ে বিজেপি পেয়েছে ৯০ আসনের মধ্যে ৫৫টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৩৫টি আসন। আর তেলেঙ্গানায় ১১৯ আসনের মধ্যে ৬৫টি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে কংগ্রেস, ৩৯টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে বিআরএস।
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর আমলেই তেলেঙ্গানা আলাদা রাজ্যের মর্যাদা পেয়েছিল। কিন্তু তারপরও কংগ্রেস সেখানে পরপর দুইবার ক্ষমতায় আসতে পারেনি। দুইবারই কেসিআরের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবার কংগ্রেস সেখানে দুর্নীতির পাশাপাশি ঢালাও জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছে। এতে রাজ্যটিতে এবার জয়ের মুখ দেখল কংগ্রেস। ফলে কংগ্রেস দক্ষিণ ভারতে কর্ণাটকের পর আরও একটি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে তারা ডিএমকে জোটের শরিক হিসেবে ক্ষমতায় আছে।
আগামী মে মাসে ভারতে লোকসভা নির্বাচন। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে জয়ী হতে মরিয়া। ধারণা করা হয়, ওই নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ইঙ্গিত করছে, ভোটাররা কাকে জয়ী করতে পারেন।
বর্তমানে রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, বিজেপি শাসন করছে মধ্যপ্রদেশ এবং এর আঞ্চলিক মিত্র মিজো ন্যাশনাল ফ্রন্ট ক্ষমতায় রয়েছে মিজোরামের।
বিজেপিকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া নামের বিরোধীদের একটি জোট গঠিত হয়। নির্বাচনী প্রচারের সময় মোদি পাঁচ রাজ্যেই সফর করেছেন। দলীয় প্রার্থীর হয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। একইভাবে ভোটারদের মন জয় করতে রাজ্যগুলোতে সফর করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। নির্বাচনী প্রচারে উভয় নেতাই ভোটারদের ভর্তুকি, ঋণ মওকুফ ও চাকরির নিশ্চয়তার আশ্বাস দিয়েছেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে