Ajker Patrika

বিধানসভা নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করায় মোদিকে ধন্যবাদ রবীন্দ্র জাদেজার

বিধানসভা নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করায় মোদিকে ধন্যবাদ রবীন্দ্র জাদেজার

ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাকে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করা হয়েছে। বউকে প্রার্থী করায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন জাদেজা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে রবীন্দ্র জাদেজা লিখেছেন, ‘বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ায় আমার স্ত্রীকে অভিনন্দন। তোমার সকল প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায় যা তোমাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে তার জন্য আমি গর্বিত। আমার শুভ কামনা তোমার প্রতি যাতে তুমি সমাজের উন্নয়নে তোমার কাজ চালিয়ে যেতে পার।’

ওই পোস্টে জাদেজা আরও লিখেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই অমিত শাহের প্রতি। কারণ, তাঁরা তাঁর (জাদেজার স্ত্রী) দক্ষতার প্রতি আস্থা রেখে তাঁকে কাজ করার সুযোগ দিয়েছেন।’

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৬০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। জামনগর আসন থেকে বিজেপির টিকিট পেয়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। একই সঙ্গে এই আসনের বর্তমান বিধায়ক ধর্মেন্দ্র সিনহা জাদেজাকে বাদ দিয়েছে বিজেপি।

রিভাবা জাদেজা পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রিভাবা বিজেপির টিকিট পেলেও তিনি কংগ্রেসের প্রবীণ নেতা হরি সিং সোলাঙ্কির নিকটাত্মীয়। ২০১৬ সালে রবীন্দ্র জাদেজা এবং রিভাবা বিয়ে করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইয়ামাল কি তাহলে এভাবেই হারিয়ে যাবেন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

এলাকার খবর
Loading...