Ajker Patrika

বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়া জাহাজের ভারতীয় নাবিকদের নিয়ে ব্যঙ্গচিত্র ভাইরাল

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০০: ৫৭
বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়া জাহাজের ভারতীয় নাবিকদের নিয়ে ব্যঙ্গচিত্র ভাইরাল

জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু ধসে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ঘটনার জের ধরে এবার দুর্ঘটনাকবলিত জাহাজটিতে থাকা ভারতীয় নাবিকদের ব্যঙ্গ করে একটি কার্টুন ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো এই কার্টুনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছে। 

আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিমোর সেতুতে ধাক্কা দেওয়ার আগে পাওয়ার বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি। কংক্রিটের পিলারে ধাক্কা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো সেতুটি ভেঙে ৫০ ফুট নিচে পানিতে গিয়ে পড়ে। তবে এই ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে একটি জরুরি কল করার জন্য জাহাজে থাকা নাবিকদের প্রশংসা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই কলের ফলে তাৎক্ষণিকভাবে সেতুমুখী যান চলাচল বন্ধ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। 

তবে বাইডেন প্রশংসা করলেও ফক্সফোর্ড নামে একটি মার্কিন ভিত্তিক ওয়েবকমিক সংস্থা ঘটনাটি চিত্রায়ণ করতে একটি কার্টুন ভিডিও শেয়ার করেছে। অ্যানিমেশন ওই ভিডিওটিতে ভারতীয় চেহারার আদলে কয়েকজন নাবিককে কেবল কটি পরিয়ে স্বল্পবসনে উপস্থাপন করা হয়েছে। দেখা যাচ্ছে, অপ্রস্তুত ওই নাবিকেরা আসন্ন দুর্ঘটনার জন্য হাস্যরসাত্মক উপায়ে প্রস্তুতি নিচ্ছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ভিডিওটি শেয়ার করে ফক্সফোর্ড কমিকস লিখেছে, ‘ঘটনার আগ মুহূর্তে ডালির ভেতর থেকে পাওয়া সর্বশেষ রেকর্ডিং।’ 

ভিডিওটির কার্টুন চরিত্রগুলো একে অপরের সঙ্গে বিপদগ্রস্ত অবস্থায় ভারতীয় উচ্চারণে ইংরেজিতে শপথ করছিল। নাবিকদের ব্যঙ্গ করা ওই ভিডিওটি ইতিমধ্যেই ৪২ লাখ ভিউ পেয়েছে। প্রায় ২ হাজারের বেশি মানুষ এতে মন্তব্য করেছেন। এসব মন্তব্যের বেশির ভাগই ভারতীয়দের উপহাস করে। 

তবে ভিডিওটিকে সহজভাবে নেননি ভারতীয়রা। তারা ওই কমিক সংস্থাটির সমালোচনা করছেন। কার্টুনটি শেয়ার করে ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল দাবি করেন, দুর্ঘটনার সময় জাহাজটিকে পরিচালনা করছিলেন স্থানীয় এক পাইলট। তিনি লিখেছেন, ‘যখন জাহাজটি সেতুতে আঘাত করে, তখন এতে একজন স্থানীয় পাইলট ছিলেন। যাই হোক, নাবিকেরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল বলেই হতাহতের সংখ্যা তুলনামূলক কম হয়েছে।’ 

তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ভারতীয় নাবিকদের ‘নায়ক’ হিসেবেও আখ্যা দেন সঞ্জীব। আর পূজা সাংওয়ান নামে ভারতীয় এক নারী অ্যাক্সে লিখেছেন, ‘দুঃখজনক ঘটনাটির জন্য লোকেরা ভারতীয় নাবিকদের উপহাস করছে, এটা লজ্জাজনক। অথচ গভর্নর নিজেই নাবিকদের প্রশংসা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত