Ajker Patrika

প্লাজমার বদলে দেওয়া হলো ‘লেবুর জুস’, রোগীর মৃত্যু

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৯: ৩১
প্লাজমার বদলে দেওয়া হলো ‘লেবুর জুস’, রোগীর মৃত্যু

ভারতে ডেঙ্গু আক্রান্ত রোগীকে প্লাজমার বদলে মুসাম্বির (এক ধরনের লেবু) জুস দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা দেশটির উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালের। এই বিষয়ে প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিবার পুলিশে অভিযোগ করেছে। উত্তর প্রদেশের পুলিশ গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু আক্রান্ত ওই রোগীকে মুসাম্বির জুস দেওয়ার ছবি ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হতেই উত্তর প্রদেশ সরকার হাসপাতালটি বন্ধের নির্দেশ দিয়েছে একই সঙ্গে বলেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

হাসপাতালের কর্তৃপক্ষ এই বিষয়টি অস্বীকার করে দাবি করেছে, বিষয়টি ইচ্ছাকৃত নয়। তাঁরা অন্য জায়গা থেকে প্লাজমা সংগ্রহ করেছিলেন। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এরই মধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

প্রয়াগরাজের গ্লোবাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে গত ১৭ অক্টোবর প্রদীপ পান্ডে নামে এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে প্লাজমা দেওয়ার পরপরই গত ১৯ অক্টোবর মারা যান প্রদীপ। তাঁর পরিবারের অভিযোগ, প্লাজমার বদলে মুসাম্বির রস দেওয়ার পরই প্রদীপের মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গড়া হয়েছে। হাসপাতালটি আপাতত সিল করাই থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত