আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের গভীর অরণ্যে একটি গুহায় বহু বছর ধরে দুই ছোট কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ নারী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নারীর ভারতে ভ্রমণের নথি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম নিনা কুটিনা। তাঁর দুই মেয়ের একজনের বয়স ছয় বছর, অন্যজন চার বছরের। ৯ জুলাই কর্ণাটক রাজ্যের উপকূলবর্তী রামতীর্থা হিল নামক একটি ভূমিধসপ্রবণ পর্যটন এলাকায় টহলরত প্রশাসনিক কর্মকর্তাদের নজরে পড়ে তারা।
স্থানীয় পুলিশ সুপার এম নারায়ণার কার্যালয় থেকে জানানো হয়েছে, কুটিনা ও তাঁর মেয়েরা বছরখানেক নয়, বহু বছর ধরে ওই গুহায় বসবাস করছিল। কুটিনার ভিসা শেষ হয়েছে আট বছর আগে।
ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুটিনা বলেছেন, ‘আমরা প্রকৃতির মাঝে থাকার অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমি আমার মেয়েদের জঙ্গলে মরার জন্য আনিনি। তারা কষ্টে ছিল না। তারা খুব খুশি ছিল।’
কুটিনা জানান, তারা জলপ্রপাতের পানিতে গোসল করত, ছবি আঁকত, আর মাটির পাত্র বানাত। ভিসার ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, ভিসা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে।
পুলিশের ভাষ্যমতে, নথিপত্র অনুযায়ী কুটিনা ২০১৭ সালের এপ্রিলে ব্যবসা ভিসায় ভারতের গোয়া শহরে এসেছিলেন। পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নেপালে যান এবং সেখান থেকে আবার ভারতে ফিরে আসেন। তিনি কোথায় ছিলেন এত দিন, কীভাবে ছিলেন; তা নিয়ে সঠিক তথ্য দিতে রাজি হননি।
পুলিশের কাছে কুটিনা দাবি করেছেন, তাঁর একটি ছেলেও ছিল। কিন্তু গোয়া শহরে ওই ছেলে মারা গেছে। তবে তাঁর কন্যারা ভারতে না রাশিয়ায় জন্মেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি।
কুটিনার বিষয়ে পুলিশ সুপার নারায়ণা বলেন, ‘তিনি প্রকৃতিকে ভালোবাসেন, তাই ছেড়ে যেতে চান না। কিন্তু আমাদের আইন অনুসরণ করতে হবে। তিনি ২০১৭ সাল থেকে ভারতে ছিলেন, অথচ প্রশাসনের কোনো ধারণাই ছিল না। এটি একটি নিরাপত্তাজনিত উদ্বেগ।’
নারায়ণা আরও বলেন, ‘গুহায় বসবাস করা, তা-ও দুই শিশুকে নিয়ে, এক সপ্তাহ নয়—বছরের পর বছর! এটা অবিশ্বাস্য!’
প্রশাসন জানিয়েছে, বর্তমানে কুটিনা ও তাঁর মেয়েদের বিদেশিদের জন্য নির্ধারিত এক হেফাজত কেন্দ্রে রাখা হয়েছে এবং রাশিয়ায় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ান দূতাবাসের প্রতিক্রিয়ার জন্য সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সংবাদমাধ্যমটি এখনো কোনো জবাব পায়নি।
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের গভীর অরণ্যে একটি গুহায় বহু বছর ধরে দুই ছোট কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ নারী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নারীর ভারতে ভ্রমণের নথি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম নিনা কুটিনা। তাঁর দুই মেয়ের একজনের বয়স ছয় বছর, অন্যজন চার বছরের। ৯ জুলাই কর্ণাটক রাজ্যের উপকূলবর্তী রামতীর্থা হিল নামক একটি ভূমিধসপ্রবণ পর্যটন এলাকায় টহলরত প্রশাসনিক কর্মকর্তাদের নজরে পড়ে তারা।
স্থানীয় পুলিশ সুপার এম নারায়ণার কার্যালয় থেকে জানানো হয়েছে, কুটিনা ও তাঁর মেয়েরা বছরখানেক নয়, বহু বছর ধরে ওই গুহায় বসবাস করছিল। কুটিনার ভিসা শেষ হয়েছে আট বছর আগে।
ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুটিনা বলেছেন, ‘আমরা প্রকৃতির মাঝে থাকার অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমি আমার মেয়েদের জঙ্গলে মরার জন্য আনিনি। তারা কষ্টে ছিল না। তারা খুব খুশি ছিল।’
কুটিনা জানান, তারা জলপ্রপাতের পানিতে গোসল করত, ছবি আঁকত, আর মাটির পাত্র বানাত। ভিসার ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, ভিসা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে।
পুলিশের ভাষ্যমতে, নথিপত্র অনুযায়ী কুটিনা ২০১৭ সালের এপ্রিলে ব্যবসা ভিসায় ভারতের গোয়া শহরে এসেছিলেন। পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নেপালে যান এবং সেখান থেকে আবার ভারতে ফিরে আসেন। তিনি কোথায় ছিলেন এত দিন, কীভাবে ছিলেন; তা নিয়ে সঠিক তথ্য দিতে রাজি হননি।
পুলিশের কাছে কুটিনা দাবি করেছেন, তাঁর একটি ছেলেও ছিল। কিন্তু গোয়া শহরে ওই ছেলে মারা গেছে। তবে তাঁর কন্যারা ভারতে না রাশিয়ায় জন্মেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি।
কুটিনার বিষয়ে পুলিশ সুপার নারায়ণা বলেন, ‘তিনি প্রকৃতিকে ভালোবাসেন, তাই ছেড়ে যেতে চান না। কিন্তু আমাদের আইন অনুসরণ করতে হবে। তিনি ২০১৭ সাল থেকে ভারতে ছিলেন, অথচ প্রশাসনের কোনো ধারণাই ছিল না। এটি একটি নিরাপত্তাজনিত উদ্বেগ।’
নারায়ণা আরও বলেন, ‘গুহায় বসবাস করা, তা-ও দুই শিশুকে নিয়ে, এক সপ্তাহ নয়—বছরের পর বছর! এটা অবিশ্বাস্য!’
প্রশাসন জানিয়েছে, বর্তমানে কুটিনা ও তাঁর মেয়েদের বিদেশিদের জন্য নির্ধারিত এক হেফাজত কেন্দ্রে রাখা হয়েছে এবং রাশিয়ায় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ান দূতাবাসের প্রতিক্রিয়ার জন্য সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সংবাদমাধ্যমটি এখনো কোনো জবাব পায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ক্যারিবিয়ান সাগরে একটি ‘মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে।’ তাঁর দাবি, সাবমেরিনটি ‘একটি পরিচিত মাদক পাচার রুট ধরে’ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। ওই সাবমেরিনে থাকা ৪ ব্যক্তির মধ্যে দুজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
২৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
৯ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
১০ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
১৩ ঘণ্টা আগে