মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি না করলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ত না বলে ব্যঙ্গ করেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা দেশটির সব সমস্যার জন্য ক্রমাগত মোগল সাম্রাজ্য এবং মুসলিমদের দায়ী করার প্রতিবাদে ওয়াইসি এই ব্যঙ্গ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন তবে দেশে এখনো পেট্রলের দাম ৪০ রুপিই থাকত।’
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘দেশের তরুণেরা আজ বেকার, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ডিজেলের দাম ১০২ রুপি প্রতি লিটার, আওরঙ্গজেবই এসবের জন্য দায়ী, তিনি (নরেন্দ্র মোদি) দায়ী নন। সম্রাট আকবর দায়ী বেকারত্বের জন্য এবং এখন পেট্রলের দাম ১০৪ থেকে ১১৫ রুপি প্রতি লিটার, এর জন্যও তাঁরা তাজমহল নির্মাণকে দায়ী করবেন।’
ওয়াইসি আরও বলেন, ‘তিনি (শাহজাহান) যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল বিক্রি হতো প্রতি লিটারে ৪০ রুপি করে। জনাব প্রধানমন্ত্রী, আমি মেনে নিচ্ছি যে—তিনি তাজমহল ও লাল দুর্গ নির্মাণ করে বড় ভুল করে ফেলেছেন। তাঁর উচিত ছিল তখন অর্থ বাঁচিয়ে ২০১৪ সালে এসে মোদি জির হাতে তুলে দেওয়া। সব ঘটনার জন্যই তারা মুসলমানদের দায়ী করে, মোগলদের দায়ী করে।’
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এই নেতা আরও বলেন, ‘কেবল মোগলরাই ভারত শাসন করেছে? অশোক শাসন করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মোগলদেরই চোখে দেখে কেন? সবকিছুর জন্য দায়ী হিসেবে তারা এক চোখে দেখে মোগলদের আরেক চোখে দেখে পাকিস্তানকে।’
ওয়াইসি আরও বলেন, ‘ভারতের মুসলমানদের পাকিস্তান বা মোগলদের বিষয়ে কোনো কিছু করার নেই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করেছি এ বছর। ভারতের ২০ কোটি মুসলমান সাক্ষী যে—তাদের পূর্বপুরুষেরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের পক্ষে রায় দিয়েছিল। ভারত আমাদের প্রিয় ভূমি। আমরা কেউই ভারত ছেড়ে যাব না, আপনারা যে স্লোগান দেন না কেন। আমরা এখানে আছি এবং এখানেই থাকব, মরব।’
মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি না করলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ত না বলে ব্যঙ্গ করেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা দেশটির সব সমস্যার জন্য ক্রমাগত মোগল সাম্রাজ্য এবং মুসলিমদের দায়ী করার প্রতিবাদে ওয়াইসি এই ব্যঙ্গ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন তবে দেশে এখনো পেট্রলের দাম ৪০ রুপিই থাকত।’
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘দেশের তরুণেরা আজ বেকার, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ডিজেলের দাম ১০২ রুপি প্রতি লিটার, আওরঙ্গজেবই এসবের জন্য দায়ী, তিনি (নরেন্দ্র মোদি) দায়ী নন। সম্রাট আকবর দায়ী বেকারত্বের জন্য এবং এখন পেট্রলের দাম ১০৪ থেকে ১১৫ রুপি প্রতি লিটার, এর জন্যও তাঁরা তাজমহল নির্মাণকে দায়ী করবেন।’
ওয়াইসি আরও বলেন, ‘তিনি (শাহজাহান) যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল বিক্রি হতো প্রতি লিটারে ৪০ রুপি করে। জনাব প্রধানমন্ত্রী, আমি মেনে নিচ্ছি যে—তিনি তাজমহল ও লাল দুর্গ নির্মাণ করে বড় ভুল করে ফেলেছেন। তাঁর উচিত ছিল তখন অর্থ বাঁচিয়ে ২০১৪ সালে এসে মোদি জির হাতে তুলে দেওয়া। সব ঘটনার জন্যই তারা মুসলমানদের দায়ী করে, মোগলদের দায়ী করে।’
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এই নেতা আরও বলেন, ‘কেবল মোগলরাই ভারত শাসন করেছে? অশোক শাসন করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মোগলদেরই চোখে দেখে কেন? সবকিছুর জন্য দায়ী হিসেবে তারা এক চোখে দেখে মোগলদের আরেক চোখে দেখে পাকিস্তানকে।’
ওয়াইসি আরও বলেন, ‘ভারতের মুসলমানদের পাকিস্তান বা মোগলদের বিষয়ে কোনো কিছু করার নেই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করেছি এ বছর। ভারতের ২০ কোটি মুসলমান সাক্ষী যে—তাদের পূর্বপুরুষেরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের পক্ষে রায় দিয়েছিল। ভারত আমাদের প্রিয় ভূমি। আমরা কেউই ভারত ছেড়ে যাব না, আপনারা যে স্লোগান দেন না কেন। আমরা এখানে আছি এবং এখানেই থাকব, মরব।’
ভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ছয় হাজার পাঁচশ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছে
১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেপেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
৪ ঘণ্টা আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে