মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি না করলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ত না বলে ব্যঙ্গ করেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা দেশটির সব সমস্যার জন্য ক্রমাগত মোগল সাম্রাজ্য এবং মুসলিমদের দায়ী করার প্রতিবাদে ওয়াইসি এই ব্যঙ্গ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন তবে দেশে এখনো পেট্রলের দাম ৪০ রুপিই থাকত।’
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘দেশের তরুণেরা আজ বেকার, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ডিজেলের দাম ১০২ রুপি প্রতি লিটার, আওরঙ্গজেবই এসবের জন্য দায়ী, তিনি (নরেন্দ্র মোদি) দায়ী নন। সম্রাট আকবর দায়ী বেকারত্বের জন্য এবং এখন পেট্রলের দাম ১০৪ থেকে ১১৫ রুপি প্রতি লিটার, এর জন্যও তাঁরা তাজমহল নির্মাণকে দায়ী করবেন।’
ওয়াইসি আরও বলেন, ‘তিনি (শাহজাহান) যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল বিক্রি হতো প্রতি লিটারে ৪০ রুপি করে। জনাব প্রধানমন্ত্রী, আমি মেনে নিচ্ছি যে—তিনি তাজমহল ও লাল দুর্গ নির্মাণ করে বড় ভুল করে ফেলেছেন। তাঁর উচিত ছিল তখন অর্থ বাঁচিয়ে ২০১৪ সালে এসে মোদি জির হাতে তুলে দেওয়া। সব ঘটনার জন্যই তারা মুসলমানদের দায়ী করে, মোগলদের দায়ী করে।’
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এই নেতা আরও বলেন, ‘কেবল মোগলরাই ভারত শাসন করেছে? অশোক শাসন করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মোগলদেরই চোখে দেখে কেন? সবকিছুর জন্য দায়ী হিসেবে তারা এক চোখে দেখে মোগলদের আরেক চোখে দেখে পাকিস্তানকে।’
ওয়াইসি আরও বলেন, ‘ভারতের মুসলমানদের পাকিস্তান বা মোগলদের বিষয়ে কোনো কিছু করার নেই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করেছি এ বছর। ভারতের ২০ কোটি মুসলমান সাক্ষী যে—তাদের পূর্বপুরুষেরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের পক্ষে রায় দিয়েছিল। ভারত আমাদের প্রিয় ভূমি। আমরা কেউই ভারত ছেড়ে যাব না, আপনারা যে স্লোগান দেন না কেন। আমরা এখানে আছি এবং এখানেই থাকব, মরব।’
মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি না করলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ত না বলে ব্যঙ্গ করেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা দেশটির সব সমস্যার জন্য ক্রমাগত মোগল সাম্রাজ্য এবং মুসলিমদের দায়ী করার প্রতিবাদে ওয়াইসি এই ব্যঙ্গ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘যদি শাহজাহান তাজমহল তৈরি না করতেন তবে দেশে এখনো পেট্রলের দাম ৪০ রুপিই থাকত।’
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ‘দেশের তরুণেরা আজ বেকার, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, ডিজেলের দাম ১০২ রুপি প্রতি লিটার, আওরঙ্গজেবই এসবের জন্য দায়ী, তিনি (নরেন্দ্র মোদি) দায়ী নন। সম্রাট আকবর দায়ী বেকারত্বের জন্য এবং এখন পেট্রলের দাম ১০৪ থেকে ১১৫ রুপি প্রতি লিটার, এর জন্যও তাঁরা তাজমহল নির্মাণকে দায়ী করবেন।’
ওয়াইসি আরও বলেন, ‘তিনি (শাহজাহান) যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রল বিক্রি হতো প্রতি লিটারে ৪০ রুপি করে। জনাব প্রধানমন্ত্রী, আমি মেনে নিচ্ছি যে—তিনি তাজমহল ও লাল দুর্গ নির্মাণ করে বড় ভুল করে ফেলেছেন। তাঁর উচিত ছিল তখন অর্থ বাঁচিয়ে ২০১৪ সালে এসে মোদি জির হাতে তুলে দেওয়া। সব ঘটনার জন্যই তারা মুসলমানদের দায়ী করে, মোগলদের দায়ী করে।’
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এই নেতা আরও বলেন, ‘কেবল মোগলরাই ভারত শাসন করেছে? অশোক শাসন করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মোগলদেরই চোখে দেখে কেন? সবকিছুর জন্য দায়ী হিসেবে তারা এক চোখে দেখে মোগলদের আরেক চোখে দেখে পাকিস্তানকে।’
ওয়াইসি আরও বলেন, ‘ভারতের মুসলমানদের পাকিস্তান বা মোগলদের বিষয়ে কোনো কিছু করার নেই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করেছি এ বছর। ভারতের ২০ কোটি মুসলমান সাক্ষী যে—তাদের পূর্বপুরুষেরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের পক্ষে রায় দিয়েছিল। ভারত আমাদের প্রিয় ভূমি। আমরা কেউই ভারত ছেড়ে যাব না, আপনারা যে স্লোগান দেন না কেন। আমরা এখানে আছি এবং এখানেই থাকব, মরব।’
কাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন দেবরের ছেলে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক নারী। থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। থানায় দেবরের ছেলে সেই সম্পর্ক আর এগিয়ে নিতে না চাইলে নিজের কবজি কেটে ফেলেন ওই নারী। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটেছে এই ঘটনা।
১৮ মিনিট আগেদক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ১০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ২০ শতাংশ শুল্কসহ একাধিক ‘গুরুতর’ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা এই উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। আর এই লক্ষ্য অর্জনের
১৯ মিনিট আগেকিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে। সেখানে মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত আর রাশিয়ার তেল কিনবে না। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, ‘ভারত যদি এই কথা বলতে চায়, তাহলে তাদের বিশাল অঙ্কের শুল্ক
১ ঘণ্টা আগেহংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এ সময় একটি টহল গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি সাগরে পড়ে যায়। গাড়িতে থাকা দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হন। বিমানের চার ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে
১ ঘণ্টা আগে