পূর্ব ইউক্রেনের আকাশ থেকে একসঙ্গে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন ইউক্রেন সেনারা। গতকাল শনিবার রাশিয়ার দুটি এসইউ-৩৪ বোমারু বিমান ও একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করে বলে জানান ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান।
মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে বলেন, ‘২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমানবাহিনীর ইউনিটগুলো একবারে তিনটি শত্রু বিমান ধ্বংস করে—দুটি এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমান ও একটি এসইউ-৩৫ যুদ্ধ বিমান।’
তবে বার্তা সংস্থা রয়টার্স এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ তথ্য বাস্তব হলে তা হবে মস্কোর জন্য মোট ১০ কোটি ডলারেরও বেশি মূল্যের অত্যাধুনিক যুদ্ধবিমানের ক্ষতি।
রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তি হওয়ার সময়টাতে ইউক্রেন ফ্রন্টলাইনের কাছাকাছি অঞ্চলে রাশিয়ার বিমান চলার জন্য হুমকি তৈরি করতে পেরেছে। উন্নত পশ্চিমা বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর থেকেই কিয়েভ এসব অস্ত্র মোতায়েন করতে পেরেছে।
এদিকে ইউক্রেনের আরও একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। আভদিভকা নামের শহর থেকে ইউক্রেনীয় সেনারা পুরোপুরি পশ্চাদপসরণ করছেন। আভদিভকা রাশিয়ার দখলে আসাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টানা চার মাসের বেশি সময় ধরে শহরটির দখল নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়ছিল রুশ বাহিনী। অবশেষে শহরটির দখল গেল রাশিয়ার কাছে। গতকাল ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছেন, আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে।
পূর্ব ইউক্রেনের আকাশ থেকে একসঙ্গে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন ইউক্রেন সেনারা। গতকাল শনিবার রাশিয়ার দুটি এসইউ-৩৪ বোমারু বিমান ও একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করে বলে জানান ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান।
মাইকোলা ওলেশচুক টেলিগ্রামে বলেন, ‘২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমানবাহিনীর ইউনিটগুলো একবারে তিনটি শত্রু বিমান ধ্বংস করে—দুটি এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমান ও একটি এসইউ-৩৫ যুদ্ধ বিমান।’
তবে বার্তা সংস্থা রয়টার্স এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ তথ্য বাস্তব হলে তা হবে মস্কোর জন্য মোট ১০ কোটি ডলারেরও বেশি মূল্যের অত্যাধুনিক যুদ্ধবিমানের ক্ষতি।
রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তি হওয়ার সময়টাতে ইউক্রেন ফ্রন্টলাইনের কাছাকাছি অঞ্চলে রাশিয়ার বিমান চলার জন্য হুমকি তৈরি করতে পেরেছে। উন্নত পশ্চিমা বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর থেকেই কিয়েভ এসব অস্ত্র মোতায়েন করতে পেরেছে।
এদিকে ইউক্রেনের আরও একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। আভদিভকা নামের শহর থেকে ইউক্রেনীয় সেনারা পুরোপুরি পশ্চাদপসরণ করছেন। আভদিভকা রাশিয়ার দখলে আসাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টানা চার মাসের বেশি সময় ধরে শহরটির দখল নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়ছিল রুশ বাহিনী। অবশেষে শহরটির দখল গেল রাশিয়ার কাছে। গতকাল ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছেন, আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে।
ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিচার চলছে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তের দায়িত্বে থাকা বিচারক আলেক্সান্দ্রে দে মোরা এস বলেন, গত মাসে বলসোনারোর ওপর
১ ঘণ্টা আগেপ্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
১১ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
১২ ঘণ্টা আগে