Ajker Patrika

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা 

আপডেট : ০৯ মে ২০২৩, ১১: ১৪
ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা 

ইউক্রেনজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এর জেরে ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইরানের তৈরি প্রায় ৬০টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে ছোড়া হয়েছে ৫২টি রকেট। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেন, ৬০টি কামিকাজে ড্রোনের মধ্যে ৩৬টিই রাজধানীর বিভিন্ন স্থানকে লক্ষ্য করে চালানো হয়। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে জানান ভিতালি। 

ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়ে পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন কিয়েভের মেয়র। তবে এই দাবি যাচাই করতে পারেনি বিবিসি। কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, ড্রোনের ধ্বংসাবশেষ জুলিয়ানি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পড়ায় জরুরি অবস্থা তৈরি হয়। 

ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়। রাজধানী কিয়েভ ছাড়াও খারকিভ, খেরসন ও মিকোলায়েভ, দোনেৎস্ক ও ওদেসা থেকে বিস্ফোরণের খবর দিয়েছেন কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্র হামলায় ভবন, বাড়ি ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রতিবছর ৯ মে বিজয় দিবস উদ্‌যাপন করে ইউক্রেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর কাছে জার্মানির নাৎসিদের পরাজয়ের স্মরণে দিবসটি উদ্‌যাপন করে রাশিয়াও। এবার এই দিবসের প্রাক্কালে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে মস্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত