Ajker Patrika

সোভিয়েত যুগের রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
Thumbnail image

রুশ অধিকৃত ক্রিমিয়া উপকূলে ডুবে গেছে রাশিয়ার একটি বড় স্থল অভিযানে সহায়তার জন্য ব্যবহৃত জাহাজ সিজার কুনিকভ। আজ বুধবার সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে। তবে রাশিয়া এখনো তা নিশ্চিত করেনি বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বুধবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্রিমিয়ার উপকূলীয় শহর ইয়ালতার কাছেই দক্ষিণে ল্যান্ডিং জাহাজটিকে আঘাত করা হয়।

অধিকৃত ক্রিমিয়ায় কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার আঘাত হেনেছে ইউক্রেন। গত বছর স্যাটেলাইট ছবিতে নৌবহরের বেশির ভাগ অংশ উপদ্বীপ ছেড়ে চলে যেতে দেখা যায়।

ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের প্রকাশকৃত একটি ভিডিওতে দেখা যায়, মাগুরা ভি৫ নেভাল ড্রোন জাহাজটিতে আঘাত হানছে।

আগামী সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ তৃতীয় বছরে গড়াবে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান স্বীকার করেছেন যে পরিস্থিতি এখন বেশ জটিল।

গত সপ্তাহেই কর্নেল জেনারেল ওলেকসান্দার সিরস্কিকে ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার–ইন–চিফ নিযুক্ত করা হয়েছে। আজ বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেলিদোভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরই রণক্ষেত্র পরিদর্শনে যান তিনি।

সিজার কুনিকভ জাহাজটি কৃষ্ণসাগরে ডুবে যাওয়ার বিষয়টি রাশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে এখনো নিশ্চিত করেনি। কেবল ছয়টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার খবর এসেছে। বিবিসি যাচাই করে নিশ্চিত হয়েছে, ইউক্রেনে হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে ভিডিওটিও সম্প্রতি আপলোড করা হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং সাইটে ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর বলে, ‘সিজার কুনিকভের বন্দরের দিকে অংশে গুরুতর ক্ষতি হয়েছে এবং এর প্রভাবে জাহাজটি শুরু করে। এটি ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় গ্রুপ ১৩ নামে একটি ইউনিট জাহাজটি ধ্বংস করেছে।’

রুশ সামরিক ব্লগাররা জাহাজে হামলার কথা অস্বীকার করেনি। তাঁরা ক্রুরা বেঁচে থাকার কথা নিশ্চিত করেন। রাশিয়ার সামরিক বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর খুব কমই প্রকাশ করে আর তাই রুশরা তথ্যের জন্য গুটিকতেক জনপ্রিয় ব্লগারদের ওপর নির্ভর করে।

সিজার কুনিকভ সোভিয়েত যুগের শেষের দিকের জাহাজ। এর ডুবে যাওয়া যদি নিশ্চিত করা হয় তবে এটি হবে এ মাসে কৃষ্ণ সাগরে ইউক্রেনের চালানো দ্বিতীয় সফল হামলা। প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনের বিশেষ অভিযানে ইভানোভেৎস নামের একটি ছোট যুদ্ধজাহাজ ড্রোনের আঘাতে ডুবে যায়।

গত ডিসেম্বরে ফিওদোসিয়া বন্দরে রাশিয়ার আরেকটি ল্যান্ডিং জাহাজ নভোচেরকাস্কের ওপর হামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত