Ajker Patrika

ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ মিত্র আটক

ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ মিত্র আটক

ইউক্রেনের গোয়েন্দা বিভাগ জানিয়েছেন তাঁরা ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্রকে আটক করেছে। মঙ্গলবার ইউক্রেনের গোয়েন্দা বিভাগ রাশিয়াপন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুক আটক করে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, হাতকড়া পরা ক্লান্ত চেহারার মেদভেদচুকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন—মেদভেদচুক পুতিনকে তাঁর মেয়ের গডফাদার বলে দাবি করতেন। 

এর আগে, গত ফেব্রুয়ারিতে কিয়েভ জানিয়েছিল, দেশটির বিরোধী দল প্ল্যাটফর্ম ফর লাইফ পার্টির নেতা মেদভেদচুক গৃহবন্দীত্ব থেকে পালিয়েছেন। গত বছর ইউক্রেন সরকার মেদভেদচুকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। তবে মেদভেদচুক সব সময়ই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত