Ajker Patrika

রাশিয়া ‘ধীরে তবে উল্লেখযোগ্যসংখ্যক’ সৈন্য প্রত্যাহার করছে: জেলেনস্কি

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৯: ৪৭
রাশিয়া ‘ধীরে তবে উল্লেখযোগ্যসংখ্যক’ সৈন্য প্রত্যাহার করছে: জেলেনস্কি

রাশিয়া ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই সৈন্য প্রত্যাহার ধীরগতিতে হলেও লক্ষণীয় হারেই হচ্ছে। তবে রুশ সৈন্য প্রত্যাহারের কথা জানালেও রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ দিকে ‘শক্তিশালী হামলা’ চালাতে পারে বলে সতর্ক করেন। শনিবারে এক ভিডিও ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জেলেনস্কি তাঁর ভিডিও ভাষণে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত কঠিন। মারিউপোলের মতো অবরুদ্ধ শহরগুলোতে আটকে থাকা হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। 

জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমরা খুব সাবধানে এগিয়ে যাচ্ছি।’ 

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চলের শহর চেরনিহিভের কাছে সামরিক তৎপরতা কমিয়ে দেবে বলে ঘোষণা দেয় রাশিয়া। ঘোষণার পরপরই কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর বেশ কিছু অংশ প্রত্যাহার করা শুরু হয়েছে। তবে প্রত্যাহার শুরু হলেও জেলেনস্কি তাঁর ভাষণে দেশটির সাধারণ জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ান বাহিনী পশ্চাদপসরণ করলেও তাদের ফেলে যাওয়া মাইনের কারণে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ‘সম্পূর্ণ বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি হয়েছে। তারা বাড়িঘর, রাস্তাঘাটে মাইন তো রাখছেই মৃতদেহও ফেলে যাচ্ছে। 

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলের অন্তত ২৯টি বসতি পুনর্দখল করেছে। তবে ইউক্রেনের মিত্র দেশগুলো সতর্ক করে বলেছে যে, ক্রেমলিন আলোচনার টেবিলে দর-কষাকষিতে আস্থা বাড়াতে এই সৈন্য প্রত্যাহার করছে না। বরং তারা যা দাবি করেছে তার বিপরীত কাজ করে ইউক্রেনের পূর্বদিক সৈন্যসংখ্যা বৃদ্ধি করছে। এই সরবরাহ ও স্থানান্তর রুশভাষী অঞ্চল দনবাসে তীব্র আক্রমণের প্রস্তুতি বলেই মনে করছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত