Ajker Patrika

রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করেছে ইউরোপ: জেলেনস্কি

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২: ১৫
রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করেছে ইউরোপ: জেলেনস্কি

রাশিয়াকে থামাতে ইউরোপের নেতারা পদক্ষেপ নিতে দেরি করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পদক্ষেপ নিতে দেরি করলেও ঐক্যবদ্ধভাবে ইউক্রেনকে সহায়তা করায় ইউরোপকে ধন্যবাদ জানান জেলেনস্কি। 

সম্মেলনে ইউক্রেনে রাশিয়া যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা তুলে ধরেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ‘নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ায় আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু পদক্ষেপ নিতে একটু দেরি হয়ে গেছে। যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হতো, তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না।’ 

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ৩১তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে আজ শুক্রবার ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, রুশ আক্রমণের বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধতা প্রদর্শন করতে মার্কিন প্রেসিডেন্ট এই সফর করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত