জার্মানির একটি শহরে মেয়রের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিরিয়ার এক শরণার্থী। শুক্রবার সন্ধ্যায় জার্মানির স্টুটগার্ট থেকে ৩০ কিলোমিটার দূরের শহর অস্টেলশেইম শহরের পৌর কাউন্সিল সভায় মেয়র হিসেবে শপথ নেন রায়ান আলশেবল।
এ বিষয়ে শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আলশেবল ৮ বছর আগে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে জার্মানিতে চলে যান এবং শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পান।
এ অবস্থায় গত এপ্রিলে অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেন রায়ান। শহরটিতে জার্মানভাষী সোয়াবিয়ান সম্প্রদায়ের সদস্যরা বসবাস করেন। মেয়র নির্বাচনের এই সম্প্রদায়ের আড়াই হাজার ভোটারের মধ্যে ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আলশেবল।
নির্বাচনে বিজয়ের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ‘এটি একটি উদার দেশ। যে কেউ এখানে বড় কিছু করার সুযোগ পেতে পারে।'
আলশেবল জানান, ২০১৫ সালে ২১ বছর বয়সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কয়েকজন বন্ধু মিলে জার্মানি পৌঁছেছিলেন। জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সে সময় সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দিয়েছিলেন।
জার্মানিতে পৌঁছে দেশটির ভাষাও আয়ত্ত করেন আলশেবল। পরে অস্টেলশেইম শহরের কাছাকাছি অ্যালথেংস্টেট টাউন হলে একটি ইন্টার্নশিপ করতে গিয়ে তিনি প্রথম দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠেন।
সিরিয়ায় অর্থায়ন ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছিলেন আলশেবল। টাউন হলে ইন্টার্নশিপ করার সময়ই অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। জার্মান নাগরিকত্ব পাওয়ার পর তাঁর জন্য বিষয়টি সহজ হয়ে যায়।
এদিকে আলশেবলের মেয়র হওয়ার বিষয়ে জার্মানির ইয়াং মেয়রস নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছিল আল-জাজিরা। তবে ওই নেটওয়ার্ক দাবি করেছে, কোনো শরণার্থী জার্মান পৌরসভার মেয়র হয়েছেন এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।
জার্মানির একটি শহরে মেয়রের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিরিয়ার এক শরণার্থী। শুক্রবার সন্ধ্যায় জার্মানির স্টুটগার্ট থেকে ৩০ কিলোমিটার দূরের শহর অস্টেলশেইম শহরের পৌর কাউন্সিল সভায় মেয়র হিসেবে শপথ নেন রায়ান আলশেবল।
এ বিষয়ে শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আলশেবল ৮ বছর আগে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে জার্মানিতে চলে যান এবং শরণার্থী হিসেবে বসবাসের অনুমতি পান।
এ অবস্থায় গত এপ্রিলে অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেন রায়ান। শহরটিতে জার্মানভাষী সোয়াবিয়ান সম্প্রদায়ের সদস্যরা বসবাস করেন। মেয়র নির্বাচনের এই সম্প্রদায়ের আড়াই হাজার ভোটারের মধ্যে ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আলশেবল।
নির্বাচনে বিজয়ের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ‘এটি একটি উদার দেশ। যে কেউ এখানে বড় কিছু করার সুযোগ পেতে পারে।'
আলশেবল জানান, ২০১৫ সালে ২১ বছর বয়সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কয়েকজন বন্ধু মিলে জার্মানি পৌঁছেছিলেন। জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সে সময় সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দিয়েছিলেন।
জার্মানিতে পৌঁছে দেশটির ভাষাও আয়ত্ত করেন আলশেবল। পরে অস্টেলশেইম শহরের কাছাকাছি অ্যালথেংস্টেট টাউন হলে একটি ইন্টার্নশিপ করতে গিয়ে তিনি প্রথম দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠেন।
সিরিয়ায় অর্থায়ন ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছিলেন আলশেবল। টাউন হলে ইন্টার্নশিপ করার সময়ই অস্টেলশেইম শহরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। জার্মান নাগরিকত্ব পাওয়ার পর তাঁর জন্য বিষয়টি সহজ হয়ে যায়।
এদিকে আলশেবলের মেয়র হওয়ার বিষয়ে জার্মানির ইয়াং মেয়রস নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছিল আল-জাজিরা। তবে ওই নেটওয়ার্ক দাবি করেছে, কোনো শরণার্থী জার্মান পৌরসভার মেয়র হয়েছেন এমন কোনো তথ্য তাঁদের জানা নেই।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৫ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৫ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৬ ঘণ্টা আগে